মেয়ের বিয়েতে দেওয়া বাবার সেরা উপহার

৮২৮ পঠিত ... ১৫:১০, সেপ্টেম্বর ২২, ২০২১

গত ১৫ সেপ্টেম্বর রাজধানীর পরীবাগে একটি নয়তলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যা করেন ইভানা লায়লা চৌধুরী নামের একজন নারী। ৩২ বছর বয়সী ইভানা রাজধানীর স্কলাস্টিকা স্কুলের ক্যারিয়ার গাইডেন্স কাউন্সেলর ছিলেন। ইভানার স্বামী আব্দুল্লাহ হাসান মাহমুদ ওরফে রুম্মান একজন আইনজীবী।

২০১০ সালে তাদের বিয়ে হয়। তাদের রয়েছে দুই সন্তান, দুই ছেলের মধ্যে ছোটটি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু। স্বামী রুম্মানের ছিলো পরকীয়া প্রেমের সম্পর্ক। এমনকি মৃত্যুর পর ইভানার জানাজাতেও দেখা যায়নি ইভানার স্বামী রুম্মানকে!

ব্যক্তিজীবনে ইভানা ছিলেন অসুখী। জানা গেছে, বিয়ের দশ বছর পার হলেও ইভানা তার পরিবারকে বৈবাহিক জীবনের কোন কথা জানাননি। ইভানার বন্ধুরা বলছেন, স্বামীর হাতে ‘নির্যাতন' এর কথা ইভানা বলতেন তাদের, তবে বাবা-মার কথা ভেবে বিচ্ছেদের পথে এগোতে চাইতেন না। ইভানা লিখেছিলেন, ‘সম্ভাব্য তালাকের চিন্তায় আমার ভেতরটা চুরমার হয়ে যাচ্ছে। আমার খুব খারাপ লাগছে। আমার মা-বাবা সহ্য করতে পারবেন না। তাঁদের দুজনেরই বয়স হয়েছে। নানা রকম শারীরিক জটিলতা আছে।’...

ইভানার পরিবার যদি ট্যাবু ভেঙে মেয়ের পাশে দাঁড়াতেন? মেয়েকে সাহস দিতেন একাই এগিয়ে যেতে? হয়তো ইভানার সামনের জীবন হতো পুরোপুরিই অন্যরকম। তার চেয়ে বড় কথা, হয়তো তাকে জীবন দিতে হতো না।

আমাদের সমাজে প্রায় ৭০ শতাংশ নারী বিয়ের পর একবার হলেও স্বামীর সহিংস আচরণের শিকার হয়ে থাকেন। পরিসংখ্যানে দেখতে ব্যাপারটা জাস্ট 'দুঃখজনক', কিন্তু যদি আপনার মেয়েই হয় এমন সহিংসতার শিকার?

নিচের ভিডিওতে দেখুন তো, এই মেয়ের বিয়েতে দেয়া এই বাবার উপহারটা কেমন ছিলো!

৮২৮ পঠিত ... ১৫:১০, সেপ্টেম্বর ২২, ২০২১

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top