বিশ্বকাপের এমন উন্মাদনা ফুটবল ছাড়া আর কোন খেলায় নেই!

৫৫২ পঠিত ... ১৬:২৪, জুলাই ০৫, ২০১৮

ওয়েব পোর্টাল, লিংক, স্ক্রিনশটের দিন আসার আগে যখন সবাই দৈনিক পত্রিকা কাগজেই পড়ত, সেই সময়ে অনেকের বাসাতেই জমিয়ে রাখা পুরনো খবরের কাগজ বের করলে দেখা যেত পাতায় পাতায় ফোকলা হয়ে আছে অর্থাৎ পৃষ্ঠাগুলোর অংশবিশেষ কেটে রাখা। এই কাটা অংশগুলো সাধারণত কোন একটা বড় ডায়রির পাতায় সেঁটে থাকত। এখন যেমন কোন ছবি ভালো লাগলে বা কোন নিউজ সংগ্রহে রাখার ইচ্ছা হলে স্রেফ কয়েকটা বাটন চেপে স্ক্রিনশট নিয়ে নেয়া যায়, তখন বিষয়টা স্বভাবতই এমন ছিল না। 

সবচেয়ে বেশি কাঁচি চলত বিনোদন পাতা, খেলার পাতা আর ফ্যাশন সাময়িকীর উপর দিয়ে। পছন্দের তারকার সুন্দর ছবিগুলো বা পছন্দের কোন দলের স্মরণীয় জয় নিয়ে সংবাদের অংশটুকুও কখনো কখনো কাটা পড়ত পত্রিকা থেকে। খেলার পাতা থেকে অসংখ্যবার রোনালদো, বাতিস্তুতা, বেকহাম, রোনালদিনহো, জিদানরা চলে গেছেন সযত্নে রাখা সেই মহামূল্যবান ডায়রিগুলোয়।

স্কুলে পড়ার সময় এমনই এক ডায়রি ছিল সাকিব নিলয়ের। তবে সেই ডায়রিতে জায়গা ছিল শুধুই ফুটবলারদের। ল্যাম্পার্ড, জেরার্ড, দ্রগবা, তোরেস, রোনালদো সবাই ছিলেন সেই ডায়রিতে। ভিডিও নিয়ে কাজ করেন সাকিব নিলয়, আর সেইসব ছবি দেখতে দেখতে বানিয়ে ফেলেন এমনই এক ভিডিও। পুরনো সব বিশ্বকাপের সাথে নতুন বিশ্বকাপের মুহূর্তগুলো জুড়ে দিয়ে বানিয়েছেন চমৎকার এক ভিডিও 'দেয়ার'স নাথিং লাইক ফুটবল'। ভিডিওটি দেখা শুরু করলে ফুটবল দেখে আসা যে কেউই নস্টালজিক হয়ে যাবেন। 

৫৫২ পঠিত ... ১৬:২৪, জুলাই ০৫, ২০১৮

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top