স্বামী-স্ত্রী দুজনই ভুলোমনা হলে সংসার যেমন হয়

৬৪৫৮ পঠিত ... ০৫:৩৩, সেপ্টেম্বর ১০, ২০২০

স্বামী: কোথায় যাও?
স্ত্রী: রান্নাঘরে।
স্বামী: আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসবে।
স্ত্রী: আসবো।
স্বামী: খাতায় লিখে রাখো। নইলে আবার ভুলে যাবে।
স্ত্রী: আরে লাগবে না, মনে থাকবে।
স্বামী: থাকলে ভালো, আচ্ছা এক গ্লাস পানি নিয়ে আসতে পারবে?
স্ত্রী: পারবো না কেন?
স্বামী: এটা খাতায় লিখে রাখো।
স্ত্রী: লাগবে না, একটা আইসক্রিম আর এক গ্লাস পানিই তো।
স্বামী: ঠিক। আর শোন, একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসো। এটা লিখে রাখো। এত কিছু মনে না-ও থাকতে পারে।
স্ত্রী: আরে আমার স্মৃতিশক্তি তোমার থেকে ভালো। মনে থাকবে। একটা আইসক্রিম, পানি আর চানাচুরই তো।

২০ মিনিট পর স্ত্রী রান্নাঘর থেকে এলো। তার হাতে একটি প্লেটে একটা কেক আর একটা ডিম-

স্ত্রী: এই নাও তোমার কেক আর ডিম।
স্বামী: বলেছিলাম না, তোমার মনে থাকবে না? আনতে বললাম কফি আর আনলে কেক আর ডিম...

৬৪৫৮ পঠিত ... ০৫:৩৩, সেপ্টেম্বর ১০, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top