ভারতে আসছে হুঙ্কার মন্ত্রণালয়, দায়িত্ব পাচ্ছেন মমতা ব্যানার্জি

৫৩ পঠিত ... ২০ ঘন্টা ১৩ মিনিট আগে

9

ভারতের রাজনীতিতে নতুন এক ইতিহাস রচিত হতে যাচ্ছে—একটি নতুন মন্ত্রণালয়, হুঙ্কার মন্ত্রণালয়। এটি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কৌশলগত উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে, যেখানে মমতা ব্যানার্জিকে দায়িত্ব দেওয়া নিয়ে বাজারে কথা চাউর হয়েছে। ভারত তার প্রতিবেশি দেশগুলোর সঙ্গে বর্তমানে যে দা কুমড়ার সম্পর্কে আছে তাতে বোঝাই যায় তারা এক অনিশ্চিত সময় পার করছে। বিশেষ করে পাকিস্তান, চীন, নেপাল, এবং ফিলিপিন্সের সঙ্গে। এই অবস্থায় ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রতিবেশি দেশগুলোর শত্রুতা এবং হুমকিকে মোকাবিলা করতে একটি বিশেষ মন্ত্রণালয় হিসেবে হুঙ্কার মন্ত্রণালয় প্রতিষ্ঠা করবে।

সরকারি সূত্রে জানা গেছে, মমতা ব্যানার্জির মতো একজন শক্তিশালী নেতাকে এই দায়িত্ব দেওয়ার পরিকল্পনা তৈরি করা হয়েছে। তার দীর্ঘ আন্দোলন, ভাষণ, এবং একাধিক প্রতিবাদ কর্মসূচিতে যে বিশাল কৌশলগত প্রভাব রয়েছে, তা মনে হচ্ছে বিশ্বের অন্যান্য দেশের কাছেও যথেষ্ট ভয়ঙ্কর হবে। মমতার রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে রয়েছে নাচ, কবিতা আবৃত্তি, এবং নিজের অনন্য ভাষণবাজি, যা তাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার জন্য যথেষ্ট শক্তিশালী অবস্থানে নিয়ে গেছে। তার উজ্জ্বল হুঙ্কারের ফলে প্রতিবেশি দেশগুলোর পিলে চমকে উঠবে, এমন বিশ্বাস পোষণ করছেন মোদির ঘনিষ্ঠজনরা। এমনকি, মমতার হুঙ্কারে একবার নাকী ভারতজুড়ে ভূমিকম্প পর্যন্ত হয়েছে, এমন কথাও শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে।

কোলকাতার সমাজবিজ্ঞানী ঝোটন নাথ মমতার এই ‘বিশেষ ক্ষমতার’ প্রশংসা করে বলেন, মমতা পিসির হুঙ্কারের কারণে হয়তো কিছুদিন চিন্তামুক্ত জীবন কাটাতে পারব। এছাড়া, সাংবাদিক ময়ূখও এই হুঙ্কার সম্পর্কিত এক কর্মশালা আয়োজনের পরিকল্পনা করছেন, যাতে তিনি ভবিষ্যতে আরও শক্তিশালী এবং প্রভাবশালী হুঙ্কার দিতে পারেন—তবে, হাম্বা হাম্বা না করে, যেন বাঘের মতো গর্জন করা যায়। এর মাধ্যমে তিনি কীভাবে হুঙ্কার শিখবেন, তা জানা যাবে।

ভারতের রাস্তায় রাস্তায় মানুষ নেমে এসেছে মমতাকে উৎসাহ দেওয়ার জন্য, ভারতের রাজনৈতিক মহলেও বিষয়টি নিয়ে জোর কাজ চলছে। বিশেষজ্ঞরা বলছেন, ভারতীয় সাবমেরিন বাংলাদেশের আকাশ সীমানায় পাঠানোর পরিকল্পনাটা মূলত মমতা ব্যানার্জিত। এবং হয়তো এই নতুন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলে তিনি প্রতিবেশি দেশগুলোর বিরুদ্ধে ভারতের শক্তির প্রদর্শন করার জন্য আরও বড় বড় পরিকল্পনার কথা ভাববেন।

বিশ্বরাজনীতিতে মমতা ব্যানার্জির হুঙ্কারের শক্তি মাঝে মাঝে আন্তর্জাতিক পরাশক্তিগুলোকেও ভাবিয়ে তুলতে পারে, এমনও শোনা যাচ্ছে। তাই, এই হুঙ্কার মন্ত্রণালয় নিয়ে চলমান আলোচনা কেবল ভারতীয় রাজনীতির জন্য নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে এক নতুন বাঁক নিয়ে আসতে পারে।

 

৫৩ পঠিত ... ২০ ঘন্টা ১৩ মিনিট আগে

Top