ইউটিউবারদেরও তো ধৈর্য্যের একটা সীমা আছে!

১৬১ পঠিত ... ১৯:৪৫, ডিসেম্বর ০২, ২০২৪

10 (5)

প্রথমে তারা কইল এই অন্তর্বর্তীকালীন সরকারের শাহবাগের মোড়ে গিয়া শপথ নিতে হবে। জনগণ তেমন খাইল না সেই দাবী। তারপর কইলো তাদের সাথে অন্তর্বর্তীকালীন সরকার একটু কথাও বলে না, পরামর্শ নেয় না। সেটাও পাবলিক তেমন খায় না। তারপর বলো প্রেসিডেন্টকে সরাতে হবে, তাতেও তেমন সাড়া মিলল না। তারপর কইল অন্তর্বর্তীকালীন সরকারের অমুক অমুক খারাপ, তাদেরকে বাদ দিতে হবে, কইলো ‘বুইড়া খাটাস’, তবুও পাবলিক কিছু করল না। তারপর কইল, প্রথম আলো-ডেইলি স্টার বন্ধ করতে হবে, সেটাও পাবলিক তেমন খাইল না, টাটকা গরু খাওয়ার লোভেও পাবলিক আইল না।

তারপর কইল এখনই আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে, তাতেও তেমন সাড়া মিলল না। এখন লাগছে ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা নিয়ে। সেটাও তেমন খায় না। আপনারাই বলেন এত এত বলার পরেও যখন কিছুই কেউ শোনে না, তখন কতক্ষণ আর  চুপ থাকা যায়! আপনারাই বলেন ইউটিউবারদেরও তো ধৈর্যের একটা সীমা আছে, তারাও তো রক্তমাংসের মানুষ!

১৬১ পঠিত ... ১৯:৪৫, ডিসেম্বর ০২, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি


Top