অংকে দুর্বল হলে যেভাবে চাকরির ইন্টারভিউ পার করবেন

৫৭৭৪ পঠিত ... ২৩:০০, নভেম্বর ০৯, ২০২০

অংকে দুর্বল দুজন চাকরিপ্রার্থী ইন্টারভিউ দেয়ার জন্য বসে রয়েছেন।
প্রথমজন ভেতরে ঢুকলেন।
অফিসারঃ মনে করুন, আপনি ট্রেনে জার্নি করছেন। আপনার অনেক গরম লাগছে। আপনি কী করবেন?
১ম চাকরিপ্রার্থী: ট্রেনের জানালা খুলে দেবো।
অফিসার: বাহ, খুব ভালো। এখন বলুন, জানালার ক্ষেত্রফল ১.৫ বর্গ মিটার, ট্রেনের কামরার ঘনফল ১৩ ঘনমিটার, পশ্চিমদিকে ট্রেনের গতিবেগ ৮০কিমি/ঘন্টা এবং হাওয়ার গতিবেগ দক্ষিণ দিকে ৫মাইল/সেকেন্ড হলে ট্রেনের কামরা ঠাণ্ডা হতে কত সময় লাগবে?

চাকরিপ্রার্থী কোন উত্তর দিতে পারলেন না। বেরিয়ে এসে কী প্রশ্ন করেছিল তা দ্বিতীয় চাকরিপ্রার্থীকে জানালেন।

এবার দ্বিতীয়জন ভেতরে ঢুকলেন।

অফিসার: মনে করুন, আপনি ট্রেনে জার্নি করছেন। আপনার বেশ গরম লাগছে। আপনি কী করবেন?
২য় চাকরিপ্রার্থী: কোট খুলে ফেলবো।
অফিসার: তারপরেও গরম লাগলে কী করবেন?
২য় চাকরিপ্রার্থী: জামা খুলে ফেলবো।
অফিসার: তারপরেও গরম লাগলে?
২য় চাকরিপ্রার্থী: প্যান্ট খুলে ফেলবো।
অফিসার: (বিরক্ত হয়ে) তারপরেও গরম লাগলে?
২য় চাকরিপ্রার্থী: জাঙ্গিয়া খুলে ফেলবো।
অফিসার: (প্রচণ্ড রেগে গিয়ে) তারপরেও যদি গরম লাগে?
২য় চাকরিপ্রার্থী: স্যার, আমি গরমে মরে যাবো, কিন্তু ট্রেনের জানালা খুলবো না!

৫৭৭৪ পঠিত ... ২৩:০০, নভেম্বর ০৯, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top