অংকে দুর্বল দুজন চাকরিপ্রার্থী ইন্টারভিউ দেয়ার জন্য বসে রয়েছেন।
প্রথমজন ভেতরে ঢুকলেন।
অফিসারঃ মনে করুন, আপনি ট্রেনে জার্নি করছেন। আপনার অনেক গরম লাগছে। আপনি কী করবেন?
১ম চাকরিপ্রার্থী: ট্রেনের জানালা খুলে দেবো।
অফিসার: বাহ, খুব ভালো। এখন বলুন, জানালার ক্ষেত্রফল ১.৫ বর্গ মিটার, ট্রেনের কামরার ঘনফল ১৩ ঘনমিটার, পশ্চিমদিকে ট্রেনের গতিবেগ ৮০কিমি/ঘন্টা এবং হাওয়ার গতিবেগ দক্ষিণ দিকে ৫মাইল/সেকেন্ড হলে ট্রেনের কামরা ঠাণ্ডা হতে কত সময় লাগবে?
চাকরিপ্রার্থী কোন উত্তর দিতে পারলেন না। বেরিয়ে এসে কী প্রশ্ন করেছিল তা দ্বিতীয় চাকরিপ্রার্থীকে জানালেন।
এবার দ্বিতীয়জন ভেতরে ঢুকলেন।
অফিসার: মনে করুন, আপনি ট্রেনে জার্নি করছেন। আপনার বেশ গরম লাগছে। আপনি কী করবেন?
২য় চাকরিপ্রার্থী: কোট খুলে ফেলবো।
অফিসার: তারপরেও গরম লাগলে কী করবেন?
২য় চাকরিপ্রার্থী: জামা খুলে ফেলবো।
অফিসার: তারপরেও গরম লাগলে?
২য় চাকরিপ্রার্থী: প্যান্ট খুলে ফেলবো।
অফিসার: (বিরক্ত হয়ে) তারপরেও গরম লাগলে?
২য় চাকরিপ্রার্থী: জাঙ্গিয়া খুলে ফেলবো।
অফিসার: (প্রচণ্ড রেগে গিয়ে) তারপরেও যদি গরম লাগে?
২য় চাকরিপ্রার্থী: স্যার, আমি গরমে মরে যাবো, কিন্তু ট্রেনের জানালা খুলবো না!
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন