জেলখানা থেকে বের হয়ে রিমান্ডের প্রশ্নপত্র ফাঁস করব

৩৩৬ পঠিত ... ১৭:০৬, জুলাই ১১, ২০২৪

25

আমাদের দেশের সনামধন্য ড্রাইভার আবেদ আলী বিসিএসের প্রশ্নফাঁস করার অভিযোগে জেলখানায় বন্দি আছেন। তার এই বন্দির সময়ে যারা ভেবেছিলেন খেলা ছেড়ে দিয়েছেন, তারা ভুল। জেলখানা থেকে এক গোপন মিথ্যা সাক্ষাৎকারের মাধ্যমে আবেদ আলী আমাদের জানিয়েছেন, এবার জেল থেকে বের হয়েই ফাঁস করব রিমান্ডের প্রশ্নপত্র!

প্র: কেমন আছেন স্যার? কেমন লাগছে ধরা পড়ে?

আবেদ আলী: খুব একটা খারাপ লাগছে না। নতুন নতুন প্রশ্ন দেখছি, এগুলো সম্বন্ধে জানছি।

প্র: সময় কীভাবে কাটাচ্ছেন?

আবেদ আলী: আমার আর সময়… আল্লাহর পথেই কেটে যাচ্ছে সব।

প্র: জেল থেকে বের হয়ে কী ভাবছেন? ভালো মানুষ হয়ে যাবেন?

আবেদ আলী: আমি খারাপ ছিলাম কবে? আমি সবসময় ভালোই ছিলাম, বরং আমার জন্য মানুষের অসংখ্য উপকার হয়েছে। আমি নিজেকে এই ভালো কাজেই নিযুক্ত রাখব আসলে!

প্র: মানে! আপনি বের হয়েও বিসিএসের প্রশ্নপত্রই ফাঁস করবেন?

আবেদ আলী: না, না। কী যে বলেন… একই জিনিস আর কত!

প্র: তাহলে?  

আবেদ আলী: এই যে, নতুন একটা অভিজ্ঞতা হলো। নিজ হাতে অনেক বিসিএস ক্যাডার গড়েছি, এবার রিমান্ড পাশ করানোর সময় এসেছে। রিমান্ডের সব প্রশ্ন আমি মুখস্ত করে নিচ্ছি। নিজে প্রশ্নগুলো শিখে তারপর সবাইকে রিমান্ডের প্রশ্নপত্র দেব।  

প্র: আপনার টিজি তাহলে এখন থেকে আসামী?

আবেদ আলী: আসামী খুঁজে পাওয়া টাফ! তাই, আমি ভেবেছি আমি এবার বিএনপিকে অ্যাপ্রোচ করব। এই জায়গাটা তো তাদেরই।

প্র: দামের কথা কী ভাবছেন এবার তাহলে?

আবেদ আলী: খুব একটা না… এই আল্লাহর পথে যখন যা লাগে।

৩৩৬ পঠিত ... ১৭:০৬, জুলাই ১১, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top