পানির অপর নাম জীবন, দাম তো বাড়বেই; একান্ত কাল্পনিক সাক্ষাৎকারে তাকসিম এ খান

১৬৪ পঠিত ... ১৬:১৩, মে ৩০, ২০২৪

441780020_1675946736559166_3748018773902497166_n

সম্প্রতি খবরে এসেছে জুলাই মাসের ১ তারিখ থেকে বাড়তে যাচ্ছে পানির দাম, প্রাথমিকভাবে পানির এই মূল্যবৃদ্ধিকে মুদ্রাস্ফিতির সাথে সমন্বয় করে নেওয়ার অংশ বলা হলেও কাল্পনিক এক সাক্ষাৎকারে পানির দাম বৃদ্ধির কারণ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন ওয়াসার একমাত্র পিও অভিভাবক তাকসিম এ খান।

eআরকি প্রতিবেদক: স্যার ভালোই আছেন আশা করি।

তাসকিম এ খান: ভালো আর কীভাবে থাকবো, আমাদের দেশে তো মানুষের ভালো মানুষের সহ্য হয় না। মানুষ হাজার হাজার কোটি টাকা পাচার করে ফেলছে আর আমি কয়েকবার টানা এমডি হওয়াতে আপনারা আমাকে নিয়ে যা লেখালেখি শুরু করলেন, ভালো আর থাকতে দিলেন কই?

eআরকি প্রতিবেদক: কিন্তু স্যার মিথ্যা তো কিছু লেখে নাই, এর মাঝে আপনি আবার পানির দাম বাড়াচ্ছেন শুনলাম, আওয়ামী সরকারের আমলে আর আপনার অধীনেই ১৬ বছরে পানির দাম বেড়েছে ১৬বার। এইগুলা তো মিথ্যা না!

তাএখা : শুনেন পানির অপর নাম জীবন, দাম তো বাড়বেই। ১৬ বার কেন আমার মতে পানির দাম ১৬ বছরে ১৬০০ বার বাড়ানো উচিৎ ছিলো কারণ আমাদের কাছে মানুষের জীবন অনেক মূল্যবান।

eআরকি প্রতিবেদক: কিন্তু স্যার পানির দাম বাড়ালে তো মানুষের জীবনই ছারখার হয়ে যাবে?

তাএখা: এই চুপ থাকেন, আপনার চেহারাও সুন্দর না কথাও বেশি বলেন। জীবন ছারখার হয়ে গেলে ওয়াসা থেকে পানি নিয়ে গিয়ে জীবনকে ধুয়ে ফেলবেন, দাম কমাইয়া ধরবোনে।

eআরকি প্রতিবেদক: আপনি তো একবার বলেছিলেন ওয়াসায় লস নেই, লাভজনক প্রতিষ্ঠান হিসেবেই চলছে, তার পরেও দাম বাড়ানো কী যৌক্তিক বলে মনে হয় আপনার?

তাএখা: ওই মিয়া! এইসব কী বলেন! লস নাই বলে কি লাভ করবো না নাকি? কই থেকে আসছেন আপনি?

eআরকি প্রতিবেদক: আচ্ছা স্যার! ঠিক বলেছেন। কিন্তু একটা জিনিস বুঝলাম না, পানির দাম ১৬ বছরে ১৬ বার বাড়লেও আপনার বেতন তো ওত বাড়ে নাই! ব্যাপারটাকে কীভাবে দেখছেন?

তাসকিম এ খান: ব্যাপারটা এত দিন দেখি নাই। আপনি বলাতে মনে পড়লো। এখন ভেবে দেখবো ইনশাল্লাহ!

১৬৪ পঠিত ... ১৬:১৩, মে ৩০, ২০২৪

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top