আজকে আমরা কথা বলব উগান্ডা দেশের সফল ব্যবসায়ী রফিক সাহেবের সাথে। তার সাথে কথা বলার প্রথম এবং প্রধান উদ্দেশ্য হচ্ছে, একজন ব্যবসায়ী হিসেবে তার এবারের রমজান প্ল্যানিং চার্ট জানা।
প্র: কেমন আছেন স্যার?
রফিক: খুবই ভালো। সামনে রমজান আসছে, ভালো না থেকে উপায় কোথায়?
প্র: রমজান নিয়ে আপনাকে খুবই এক্সাইটেড মনে হচ্ছে, এর পেছনের কারণটা কী?
রফিক: রমজান তো শুধু রমজান না। আমার মতো ব্যবসায়ীদের জন্য এটাই ইদ। আসন্ন ইদ নিয়ে আমরা কেন এক্সাইটেড থাকব না!
প্র: আসন্ন ইদ, থুক্কু… রমজানে আপনার একজন ব্যবসায়ী হিসেবে কী প্ল্যান?
রফিক: আমার আসলে খুব একটা চাহিদা নেই। আপনাদের দোয়ায় আমার প্রায় সবই আছে। আমার স্ত্রীর শখ গুলশানে একটা ডুপ্লেক্স বাড়ি করা। এমনিতে গুলশানে আমাদের ফ্ল্যাট আছে, কিন্তু আপনার ভাবির আবার বাড়ির শখ। এছাড়া আমার ছেলে এবার ক্লাস এইটে উঠেছে, বড় হচ্ছে, ওর যাতায়াত সুবিধার জন্য একটা গাড়ি কিনে দেব। এই আরকি…
প্র: এই স্বপ্নগুলো সামনে রেখে আপনি আসলে রমজানে কী প্ল্যান করছেন?
রফিক; বেশি কিছু না, এমনিতেই তো পণ্যের দাম বাড়াতে হবে, রমজানে একটু বেশি করে বাড়াব। আমাদের স্বপ্ন পূরণে আপনারা সবাই এগিয়ে আসবেন।
প্র: আপনি কি আপনার স্ত্রী এবং বাচ্চা দুইজনের চাহিদাই এবার রমজানে পূরণ করবেন?
রফিক: হ্যাঁ, আপাতত এটাই প্ল্যান। তারপর সময় সুযোগ করতে পারলে আমরা এইবার ইদে ফ্যামিলি ট্যুরে লন্ডন যাব…
এটুকু শুনেই আমাদের প্রতিবেদক জ্ঞান হারালেন। তিনদিন যাবত তার জ্ঞান ফিরছে না। জানা যায়, রমজান শেষ হওয়ার আগে ফিরবেও না।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন