কিশোর ছেলে একটা মার্সিডিজ গাড়ি চালিয়ে বাসায় ফিরল। বাবা-মা অবাক!
—তুই এই গাড়ি কোথায় পেলি?
—কিনেছি। কিশোর পুত্র গম্ভীর।
—কিনেছি মানে?
—কিনেছি মানে কিনেছি... ক্যাশ টাকায় কিনেছি।
—তুই টাকা পেলি কোথায়?
—আমার কাছে টাকা ছিল।
—তোর কাছে কত টাকা ছিল?
—বিশ টাকা।
—ফাজলামো পেয়েছিস হারা*জা*? একটা মার্সিডিজ গাড়ির দাম কি মনে করিস আমরা জানি না? সত্যি কথা খুলে বল... নইলে...
কিশোর পুত্র অবশেষে সব খুলে বলে, 'পাশের রাস্তার ২৮/২-এর ক নং বাড়িতে এক মহিলা আমাকে ডেকে জিজ্ঞেস করলো যে আমি বিশ টাকায় তার মার্সিডিজ গাড়িটা কিনব কি না। আমার পকেটে ছিল টিফিনের বিশ টাকা ছিল। তাই দিয়ে কিনে ফেললাম।'
সব শুনে বাবা-মা দুজনেই হতভম্ব। মা বলল, 'ওগো তুমি এখনই ঐ বাসায় যাও। ঐ মহিলাকে ধরো। নিশ্চয়ই এর মধ্যে কোনো জটিল প্যাঁচ আছে, পরে আমরা বিপদে পড়ব।' 'ঠিকই বলেছ আমি এখনই যাচ্ছি' বলে বাবা বের হয়ে গেল।
বাবা সেই বাড়ি খুঁজে বের করল। সেই মহিলাকেও পেল।
—আচ্ছা, আপনিই কি কিছুক্ষণ আগে একটা ছেলের কাছে আপনার মার্সিডিজ বেঞ্চ গাড়িটা বিক্রি করেছেন?
—হ্যাঁ।
—কত টাকায় বিক্রি করেছেন?
—বিশ টাকায়।
—দেখুন... আপনি যে ছেলের কাছে বিশ টাকায় গাড়ি বিক্রি করেছেন আমি তার বাবা। আমি জানতে চাচ্ছি কেন আপনি এমনটা করলেন।
—দেখুন, আমি খবর পেয়েছি আমার স্বামী তার সুন্দরী সেক্রেটারিকে নিয়ে সিঙ্গাপুরে বেড়াতে গেছে। আমাকে ফোন করে বলেছে সে নাকি ব্যবসার কাজে গেছে এবং ওখানে টাকা-পয়সার সমস্যায় পড়েছে। সে আমাকে জানিয়েছে মার্সিডিজ বেঞ্জটা বিক্রি করে তাকে জরুরি ভিত্তিতে টাকা পাঠাতে। তাই...
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন