১#
লিপস্টিক কেনার জন্য স্বামীর কাছে টাকা চাইল স্ত্রী।
স্বামী বিরক্ত হয়ে বলল, ‘তোমার লিপস্টিক কিনতে কিনতেই তো আমি ফতুর হয়ে যাব।‘
স্ত্রী হেসে বলল, ‘হলে আমি কী করব! অর্ধেক তো তোমার পেটেই যায়!’
২#
স্ত্রী: কাল তো আমাদের বিবাহ বার্ষিকী।
স্বামী: আমাকে কী করতে হবে?
স্ত্রী: কিছু না, এই গোটা পঁচিশেক মুরগির রোস্টের ব্যবস্থা করলেই হবে।
স্বামী: পঁচিশ বছর আগের ভুলের জন্য আবার পঁচিশটা প্রাণী হত্যা করা কি ঠিক হবে?
৩#
তুমুল ঝগড়া চলছে স্বামী-স্ত্রীতে। এক পর্যায়ে স্ত্রী ঠাস করে স্বামীর গালে এক চড় বসিয়ে দিল
: এই চড়টা কি তুমি ইয়ার্কি করে মারলে? না সত্যি সত্যি মারলে?
: সত্যি সত্যিই মেরেছি।
: ঠিক আছে, ইয়ার্কি আমি আবার একদম পছন্দ করি না।
৪#
স্বামী: এই ড্রাইভারকে আজই বিদায় করে দেব। বেপরোয়া গাড়ি চালায়। ছয়-ছয় বার নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছি আমি। আজ ও আমাকে প্রায় মেরেই ফেলেছিল।
স্ত্রী: না, না, লক্ষ্মীটি। ওকে বিদায় করো না। আর একটা সুযোগ অন্তত দাও তাকে।
৫#
স্বামী: দেখো তোমার ছেলে কীভাবে কাঁদছে। সকাল থেকে বায়না ধরেছে গাধার পিঠে চড়ে ঘুরবে। গাধা আমি কোথায় পাব?
স্ত্রী: তোমার পিঠে চড়িয়ে ঘুরাও। দেখবে কান্না থেমে গেছে।
৬#
নবদম্পতির মাঝে ঝগড়া হয়েছে।
স্ত্রী: আমি বাপের বাড়ি চলে যাচ্ছি।
স্বামী: এই নাও ভাড়া।
স্ত্রী: এতে তো ফেরার ভাড়া নেই।
৭#
স্বামী অফিসে যাওয়ার সময় স্ত্রী বলল, একটা অন্যায় করে ফেলেছি। রাগ করবে না বলো?
: তোমার উপর কী রাগ করতে পারি? কী বলো।
: ইস্ত্রী করার সময় তোমার প্যান্টের পিছনটা পুড়ে ফেলেছি।
: তাতে কী হয়েছে? আমার তো ঠিক ওইরকম আরও একটা প্যান্ট আছে।
: জানি, সেটা কেটেই তো পোড়া প্যান্টটা তালি মেরে দিয়েছি।
৮#
স্ত্রী: আমি মরে গেলে তুমি কী করবে?
স্বামী: তুমি মরে গেলে আমি পাগল হয়ে যাব!
স্ত্রী: আর একটা বিয়ে করবে না তো?
স্বামি: পাগল হলে মানুষ কত কিছুই করে।
৯#
স্ত্রী: চুলের গোড়া শক্ত হওয়ার তেলটা এনেছ?
স্বামী: হ্যাঁ, তুমি বলেছ আর আমি না এনে পারি? এই নাও।
স্ত্রী: থাক, তোমার কাছেই রাখো। তোমার অফিসের ওই রিসিপশনিস্ট মেয়েটাকে দিও। ওর মাথার চুল আজকাল প্রায়ই তোমার জামায় আটকে থাকে।
১০#
স্বামী: এই দেখো তোমার জন্মদিন উপলক্ষে এই নেকলেসটা এনেছি।
স্ত্রী: কিন্তু, আমিতো গাড়ি চেয়েছিলাম।
স্বামী: কী করব বলো, নকল গাড়ি যে পাওয়া যায় না।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন