নাসিরুদ্দিন বাজার থেকে খাবার আনে, আর তার গিন্নি সেগুলো লুকিয়ে এক বন্ধুকে দিয়ে দেয়।
‘ব্যাপার কী বলো তো?’ একদিন মোল্লা বলল।
‘খাবারগুলো যায় কোথায়?’
‘বেড়ালে চুরি করে’, বললেন গিন্নি।
কথাটা শুনেই নাসিরুদ্দিন তার সাধের কুড়–লটা এনে আলমারির ভিতর লুকিয়ে ফেলল।
‘ওটা কী হল?’ জিজ্ঞেস করলেন গিন্নি।
‘বেড়াল যদি দশ পয়সার খাবার চুরি করতে পারে’ বলল নাসিরুদ্দিন, ‘তা হলে দশটাকার কুড়–লটা বাইরে ফেলে রাখি কোন ভরসায়?’
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন