সায়েন্স ল্যাব মোড়ে বসানো হচ্ছে রেসলিং রিং। ঢাকার পুরনো গ্যাঞ্জাম কালচার এখন আধুনিক রূপ পেতে যাচ্ছে। মন খারাপ থাকলে কিংবা শরীর ম্যাজম্যাজ করলে তিতুমীর কলেজ, ঢাকা কলেজ, এবং সিটি কলেজের ছাত্ররা রাস্তায় গ্যাঞ্জাম করে নিজেদের মন ভালো করার যে ঐতিহ্য গড়ে তুলেছেন, সেটাকে সিস্টেমে আনার পরিকল্পনা করছে ইউসুফ সরকার।
ইউসুফ সরকারের এক আভ্যন্তরীন সূত্র থেকে আমরা জানতে পেরেছি, ছাত্রদের গ্যাঞ্জামকে নিয়মের মধ্যে নিয়ে আসার জন্য সায়েন্স ল্যাব ফাইট ক্লাব নামে একটি বিশেষ সংস্থা গঠন করা হয়েছে। তাদের তত্ত্বাবধানে সায়েন্স ল্যাব মোড়ে প্রথমবারের মতো রেসলিং ম্যাচ আয়োজন করা হবে। দর্শকদের দাবি অনুযায়ী, প্রথম ম্যাচ হবে রয়্যাল রাম্বল কেইজ ফাইট। এই ফাইটে যে কোনো গ্যাঞ্জামপ্রিয় ছাত্র রিঙে ঢুকে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবে। যে জিতবে, সে আগামী ৫ বছরের জন্য ঢাকার গ্যাঞ্জাম কিং হবে। তার কলেজের ছাত্ররা একটি বিশেষ মর্যাদা পাবে, যা অন্য কলেজের শিক্ষার্থীদের গ্যাঞ্জাম করার আগে চিন্তায় ফেলে দেবে।
ঢাকা কলেজের এক শিক্ষার্থী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, রাস্তার ধুলার মধ্যে মারামারি করতে ভালো লাগে না। হাপিয়ে যাই, ইলেক্ট্রোলাইটের ব্যবস্থাও নেই। রিঙে মারামারি করলে সুবিধা হবে। আর এক সাথে অনেকগুলারে RKO মাইরা ভর্তা বানায়ে দিতে পারব।
সিটি কলেজের শিক্ষার্থীরাও কম যায় না, এক সিটি কলেজের শিক্ষার্থী ওই পোস্টের কমেন্টে লিখেছেন,
RKO তোর ঘাড়ের মধ্যে ভইরা দেব। সায়েন্স ল্যাব থেকে বের হতে পারবি না। প্যান্টের নিচে আরও কয়েকটা প্যান্ট পরে আসিস।
রয়্যাল রাম্বলের খবর পেয়ে WWE-এর প্রডিউসাররাও উচ্ছ্বসিত। তারা জানিয়েছেন, যদি সত্যিই এমন ম্যাচ হয়, WWE সেটাকে বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচার করবে। তাদের পাবলিক রিলেশন অফিসার বলেছেন, WWE যে সাজানো নাটক না, সেটা ঢাকায় এসে লাইভ ম্যাচ দেখলে বুঝবেন। সাথে এটাও বুঝবেন কতগুলো সিএম পাংক মিলে একটা বিগ শো তৈরি হয়।
দর্শকদের আগ্রহ, ছাত্রদের উদ্যম, আর WWE-এর উৎসাহ দেখে মনে হচ্ছে, সায়েন্স ল্যাবের রয়্যাল রাম্বল শুধু ঢাকায় নয়, আন্তর্জাতিক পর্যায়েও আলোড়ন তুলতে পারে।