আত্মপ্রকাশ করতে যাচ্ছে জনশক্তি নামে একটি নতুন সংগঠন। তবে এই সংগঠনের প্রধান নেতা কে হবেন তা নিয়ে জনসমাজে চলছে তুমুল আলোচনা। বাংলাদেশের জন কবির, ভারতের জন আব্রাহাম, আমেরিকার জন সিনা এবং বহুমুখী প্রতিভার অধিকারী জনই সিন্স—এই চার জনই দাবি করেছেন যে, তারাই সবচেয়ে যোগ্য নেতা।
জন কবির মনে করছেন, জনশক্তি নামকরণেই তার অবদান অনস্বীকার্য। তিনি বলেন, আমার নাম থেকেই এই সংগঠনের ধারণা এসেছে। আমি ছাড়া এই সংগঠনকে কেউ চালাতে পারবে না। একজন বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আমি আমাদের দেশকে সামনের দিকে এগিয়ে নিতে পারব। জন কবিরের আত্মবিশ্বাস তাকে এই দৌড়ে এগিয়ে রেখেছে।
অন্যদিকে, ভারতের বলিউড তারকা জন আব্রাহাম মোটর সাইকেল ডাম্বেল বানিয়ে ব্যায়াম করতে করতে হুঁশিয়ারি দেন, যদি আমাকে সভাপতি ঘোষণা করা না হয়, তাহলে দেখে নেব কীভাবে এই সংগঠন টিকে থাকে। জনশক্তি যদি 'জন'-এর নামে হয়, তাহলে আমাকে বাদ দিয়ে এই সংগঠন চলবে না। আর জন কবিরের মতো নতুন কোনো প্রতিযোগী আমাকে চ্যালেঞ্জ করবে? এটা আমি হতে দেব না।
তবে আমেরিকার রেসলিং আইকন জন সিনা এই বিতর্কে একটি অভিনব সমাধান দিয়েছেন। তিনি প্রস্তাব করেছেন, যারা সভাপতি হতে চান, তাদের নিয়ে একটি রয়্যাল রাম্বল ম্যাচ আয়োজন করা হোক। যে জিতবে, সেই নেতা হবে। তিনি তার জয় নিয়ে বেশ আত্মবিশ্বাসী এবং ইতিমধ্যেই প্রথম সম্মেলনের ভাষণও প্রস্তুত করে ফেলেছেন। তার মতে, আমি ছাড়া কেউ এই দায়িত্ব নিতে পারবে না।
অন্যদিকে, বহুমুখী পেশাজীবী জনই সিন্স মনে করছেন তিনিই আসল জন। তার দাবি, আমি ডাক্তার, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশচারী—সবই ছিলাম। সাধারণ মানুষের জীবনকে এত কাছ থেকে আমি ছাড়া কেউ দেখেনি। এই সংগঠনের জন্য আমার মতোই একজন দরকার, যে সত্যিকারের জনমানুষের প্রয়োজন বুঝতে পারে।
তাহলে নেতা কে হবেন? চার জনের দাবিই তাদের নিজ নিজ অবস্থানে শক্তিশালী। তবে কে আসলেই জনশক্তির নেতা হবেন, তা জানতে অপেক্ষা করতে হবে কমিটির সিদ্ধান্ত পর্যন্ত। জনসমাজও অধীর আগ্রহে সেই ঘোষণা শোনার অপেক্ষায়!