লেখা: আরজু আহমেদ
বছরখানেক আগে পাকিস্তান অবর্জাভারের এক খবরে পড়েছিলাম, রাহাত ফতেহ আলী খান একটা শোতে খোদ আমেরিকায় নেন গড়পড়তা ৭০ হাজার ডলার। পাকিস্তানে প্রোগ্রাম করলে বাংলাদেশি টাকার হিসেবে কমবেশি ৩৫/৪০ লাখ টাকা।
বিপিএলের একটা অনুষ্ঠানে একদিন বিশ্রাম নিয়ে তিনি গাইবেন। সেখানে গান গেয়ে তিনি বাংলাদেশ থেকে নিচ্ছেন প্রায় ৩ লাখ ডলার।
বিসিবি তাকে দিচ্ছে এক্সাক্টলি ৩ কোটি ৪০ লাখ টাকা। একদিনই পারফর্ম করবেন তিনি।
ফলে ইকুয়েশনটা হচ্ছে, ইকোস অব রেভল্যুশন প্রোগ্রামে তিনি আসলে ফ্রিতে গাইছেন না। যে টাকাটা বিসিবি থেকে নিচ্ছেন সেটার সাথেই মূলত ইকোস অব রেভল্যুশন প্রোগ্রামের খরচাটাও তিনি যোগ করে রেখেছেন।
বিসিবি সভাপতি এও জানিয়েছেন, রাহাত ফতেহ আলী খানের পেছনে মোট খরচা হবে পুরো ৪ কোটি টাকা।
রাহাত খান অনেক বড় শিল্পী, কিন্তু এত বড় শিল্পী না যে, তাকে এক দিনে ৪ কোটি টাকায় ভাড়া করতে হয়।
শহীদদের নামে একটা নিজস্ব আনন্দ উৎসবের আয়োজন তারা করলেন। শুধু বিপিএলে তাকে আনলে সমালোচনার সম্ভাবনা ছিল, সেটাও ঢেকে দেওয়া গেল।
আজকে আসিফ মাহমুদের পেজ থেকে একটা ইংরেজি গানের ভিডিও দেখলাম, সেখানে 'You are the greatest' শিরোনামে ইউনূস, আসিফ, নাহিদ, মাহফুজের ছবি দেখা যাচ্ছে।
হাসিনার মতো বিলাস আর আত্মবন্দনা, আমি আমি বলার যে রোগ এবং চেতনা বিক্রি তার সবই কি আমাদের ভাইয়েরা রপ্ত করেছেন?
আমরা তো বোকাই, কিন্তু এতখানিই কি?
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন