কয়েকদিন ধরেই সাধারণ যানবাহন প্রবেশ নিষিদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এতে অবশ্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সুখেই দিন কাটাচ্ছে। কিন্তু শান্তি হারিয়ে গেছে ঢাকা শহরের সাধারণ মানুষের জীবন থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার আশেপাশের রাস্তায় প্রতিদিনই তৈরি হচ্ছে জ্যাম। সাধারণ মানুষ জ্যামে বসে থাকলে অবশ্য সমস্যা ছিল না। সাধারণ মানুষের কাজই তো কষ্ট করা।
তবে সমস্যা হয়েছে অন্য জায়গায়। জ্যামের কারণে ডিএমসিগামী অ্যাম্বুলেন্সগুলোর হাসপাতালে পৌঁছাতে একটু ঝামেলা পোহাতে হচ্ছে। যদিও ঢাবি দয়া দেখিয়ে গেটগুলো অ্যাম্বুলেন্সের জন্য খোলাই রেখেছে। কিন্তু ঢাবিতে প্রবেশ বন্ধ থাকায় আশেপাশের রাস্তায় তৈরি হচ্ছে জ্যাম। যে জ্যামে ঘণ্টার পর ঘণ্টা আটকে আছে অ্যাম্বুলেন্সগুলো। সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে আলোচনা, সমালোচনাও রয়েছে।
তবে জনসাধারণকে দুশ্চিন্তা করতে নিষেধ করেছেন প্রাচ্যের অক্সফোর্ডের শিক্ষার্থীরা। তারা জানিয়েছেন, এই সমস্যা সমাধানের জন্য ফ্লাইং অ্যাম্বুলেন্স আবিষ্কারের কাজে হাত দিয়েছেন তারা। দ্রুতই কাজ শেষ হবে এমনটাই জানিয়েছেন শিক্ষার্থীরা।
তারা বলেন, আমরা ১০ টাকার চা, ছপ, ছমুছা খেয়ে কাজে লেগে পড়েছি। অলরেডি অ্যাম্বুলেন্সের পাখা বানিয়ে ফেলেছি। এখন চাকার কাজে হাত দিয়েছি। আপনারা চিন্তা করবেন না। আর কিছুক্ষণ রোগী নিয়ে জ্যামে বসে থাকেন আর আল্লাহ আল্লাহ করেন। অ্যাম্বুলেন্স বানানো হলেই আমরা নিয়ে আসতেছি।
অন্য এক শিক্ষার্থী নিজের ফেক আইডি থেকে বলেন, আমরা তো অ্যাম্বুলেন্সের জন্য গেট খুলেই দিছি। আপনারা জাস্ট একটু কষ্ট করে গেট পর্যন্ত আসবেন, সেটাও আপনারা পারেন না! আবার করতেছেন আমাদের সমালোচনা। আমরা আপনাদের জন্য আর কত করব!