নিউমার্কেট রোডের নাম পরিবর্তন করে পানিপথ রাখার প্রস্তাব

১১৯ পঠিত ... ১৭:৪৫, নভেম্বর ২১, ২০২৪

17

গ্যাঞ্জাম, মারামারি, হইচইয়ের জন্য নিউমার্কেট রোড তো অনেক আগেই আলোচনায় ছিল। সাম্প্রতিক সময়ে নিউমার্কেট এলাকায় যেসব গ্যাঞ্জাম হয়েছে, তাতে রিফর্ম বাংলাদেশের সংস্কার কমিশনের সদস্যদের কপালে কয়েকটা অতিরিক্ত ভাঁজ পড়েছে বলে জানা গিয়েছে।

সংস্কার কমিশনের এক সদস্য ফেসবুকে একটি ফেক আইডি থেকে স্ট্যাটাসে জানিয়েছেন, সায়েন্স ল্যাব-নিউমার্কেট রোড বিভিন্ন কারণে বিখ্যাত হলেও গ্যাঞ্জামের জন্য এর সুখ্যাতি এখন বিশ্বজোড়া। এখানে মাঝে মাঝেই এক কলেজের ছাত্ররা অন্য কলেজের বিলবোর্ড খুলে নিয়ে শোডাউন দেয়। আক্রমণ-পাল্টা আক্রমণের মাঝে সাধারণ মানুষও ভর্তা হয়ে যায়।

বর্তমান পরিস্থিতি এমন হয়েছে যে শুধু ছাত্ররাই গ্যাঞ্জাম করছে তা নয়, যার যখন ইচ্ছা হচ্ছে, সেই নিউমার্কেট রোডে গিয়ে কিছু একটা করে ফেলছে। আজ সকালে প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে খবর পাওয়া গেছে, নিউমার্কেট এলাকায় কোনো বাস চলছে না। রাস্তায় হাজারও মানুষ হাঁটছে, আর এত মানুষের ভিড়ে ছোটোখাটো বেশ কয়েকটি মারামারির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। ইউসুফ সরকারের সংস্কার কমিশনের সদস্য হিসেবে আমাদের প্রধান কাজ হবে এই বিশৃঙ্খলাকে কীভাবে নিয়মের মধ্যে আনা যায় তা ঠিক করা।

সংস্কার কমিশনের আরেকজন সদস্যের সাথে কথা বললে তিনি নাম প্রকাশে অপারগতা জানিয়ে বলেন, আমরা তো চাইলেই এখন ছাত্রদের বা অন্যান্য পেশাজীবীদের মনোভাব বদলাতে পারছি না। তবে আমরা কিন্তু পুরো নিউমার্কেট রোডের নাম পরিবর্তন করে দিতে পারি। আমরা ভাবছি, রোডের নাম পানিপথ রাখব। ২০২৫ সাল থেকে নিউমার্কেট রোডের নতুন নাম হবে পানিপথ।

ঢাকাবাসীর মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। অনেক বছর আগে পানিপথে দুইটি ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল। এরপর অনেক যুদ্ধ হলেও তৃতীয় বা চতুর্থ পানিপথের যুদ্ধ দেখার শখ কারো পূরণ হয়নি। আশা করা যায়, ভবিষ্যতে আমরা অনেকগুলো পানিপথের যুদ্ধ দেখতে পাব। আমাদের দেশেই নতুন নতুন বীর যোদ্ধা তৈরি হবে। এদের বীরত্বগাথা ছড়িয়ে যাবে বিশ্বজোড়া।

 

১১৯ পঠিত ... ১৭:৪৫, নভেম্বর ২১, ২০২৪

Top