বেগমপাড়ায় নামে-বেনামে কোন শ্রেণির বাংলাদেশিদের প্রপার্টি সবচেয়ে বেশি?

৪৮ পঠিত ... ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে

16

বছর ৩ আগে ইন্টারেস্টিং একটা রিপোর্টের অংশ পড়ছিলাম।

রিপোর্টটা করছিলেন আমার পরিচিত এক সাংবাদিক। তিনি তখন দেশের একটা প্রধান মিডিয়া হাউজে কাজ করেন।

তার রিপোর্টের প্রশ্ন ছিল সিম্পল: বেগমপাড়ায় নামে-বেনামে কোন শ্রেণির বাংলাদেশিদের প্রপার্টি সবচেয়ে বেশি?

আমার অনুমান ছিল, প্রফেশনাল ক্লাস বিবেচনায়, পলিটিশিয়ান, ব্যবসায়ী নাহয় পুলিশ শীর্ষে থাকবে।

ইন্টারেস্টিংলি রিপোর্টে দেখলাম, বেগমপাড়ায় সবচেয়ে বেশি প্রপার্টি আমলাদের।

মজার বিষয় হচ্ছে, নিউজটা তার হাউস পাবলিশ কর‍তে রাজি হয় নাই। উনি আরও ২/১টা পেপারে প্রকাশের চেষ্টা করছিলেন, কাজ হয় নাই। রিপোর্টটা কোথাও ছাপা হয় নাই।

ন্যুনতম জবাবদিহিতার মধ্যে দিয়াও যাইতে হয় না দেশের আমলাদের। মন্ত্রী, পলিটিশিয়ান থেকে শুরু করে অনেকের সমালোচনাই আপনি মিডিয়ায় দেখবেন।

কিন্তু উচ্চপদস্থ আমলাদের খবর পাবেন না। ‘জনপ্রশাসক’ নামের প্রফেশনাল ক্লাসের নিউজ তেমন পাবেন না।

কি মনে হয়, দেশের আমলারা দুর্নীতি কম করে?  

না। এরা মূলত ধরা ছোঁয়ার বাইরে থাকে। জবাবদিহিতার উর্ধ্বে থাকে।

বিগত ২০ বছরে কয়জন আমলার কুকীর্তির খবর পাইছেন?

কয়জন আমলা দুর্নীতির জন্য শাস্তি পাইছে?

বাংলাদেশরে একটা কল্যাণরাষ্ট্র বানাইতে চাইলে, সবার আগে, রাষ্ট্রের এই আমলাদেরকে জবাবদিহিতার মধ্যে আনতে হবে।

তাদেরকে স্পষ্ট করে বুঝায়ে দিতে হবে তারা জনগণের প্রভু না, পাবলিকের সেবা করার জন্য চাকরি করতেছেন মাত্র।

দেশের আমলাতন্ত্র একটা অদৃশ্য দানব হয়ে উঠছে। এই দানবরে যেকোনো মূল্যে থামাইতে হবে। থামাইতে না পারলে, হাসিনা আসবে, হাসিনা যাবে, কিন্তু দেশের মানুষের ভাগ্য বদলাবে না।

 

৪৮ পঠিত ... ১৩ ঘন্টা ২৪ মিনিট আগে

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top