১.
একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার, একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এবং একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার গাড়িতে করে বেড়াতে যাচ্ছিলো। হঠাৎ গাড়িটা একটা গাছের সঙ্গে ধাক্কা খেয়ে বন্ধ হয়ে গেল এবং কিছুতেই চালু হচ্ছিল না।
মেকানিক্যাল ইঞ্জিনিয়ার: আমার ধারণা, গাড়ির কোনো পার্টস ভেঙে গেছে। আমাদের উচিত সেটা বদলে নেওয়া।
কেমিক্যাল ইঞ্জিনিয়ার: আমার ধারণা, গাড়ির গ্যাস ফুরিয়ে গেছে। আমাদের গ্যাস নেওয়া উচিত।
ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার: আমার ধারণা, গাড়ির কোনো পার্টস জ্বলে গেছে। আমাদের উচিত সেটা মেরামত করা।
কম্পিউটার ইঞ্জিনিয়ার: হুম... আমার মনে হয়, আমাদের সবার উচিত গাড়ি থেকে বের হওয়া, তারপর আবার নতুন করে গাড়িতে উঠে বসা।
২.
ঐ চারজন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট বেড়াতে গিয়ে দেরি করে একদিন দেরিতে ফিরলো এবং ফাইনাল টেস্ট মিস করলো। এরপর তারা একটা গল্প ফাঁদলো, স্যারের কাছে গিয়ে বললো, ‘স্যার! আমাদের একজনের দাদী মৃত্যুশয্যায় ছিলেন। তাকে দেখতে গিয়েছিলাম। পরে আসার সময় গাড়ীর চাকা পাংচার হয়ে যাওয়ায় আর পরীক্ষা দিতে পারি নাই।’ এই বলে তারা আবার পরীক্ষা নিতে অনুরোধ করলো। স্যার এই শর্তে রাজি হলেন যে, সবাইকে আলাদা রুমে পরীক্ষা দিতে হবে।
নির্ধারিত দিনে চারজনকে চার রুমে বসানো হলো এবং প্রশ্ন দেয়া হলো। পরীক্ষায় কেবল একটি প্রশ্নই ছিলো, ‘গাড়ীর কোন চাকাটি পাংচার হয়েছিলো?’
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন