এক ভদ্রমহিলা ট্যাক্সিক্যাবে করে যাচ্ছে। ক্যাবটা একটু জোরেই যাচ্ছিল, তখন ভদ্রমহিলা ড্রাইভারের কাঁধে আস্তে করে টোকা দিয়ে বলল— ভাই একটু আস্তে যান।
তখনই ড্রাইভারের যা অবস্থা হলো তা ভয়ানক। সে সঙ্গে সঙ্গে এক বাসকে লাগিয়ে দিল...তারপর এক স্কুটারকে ধাক্কা দিয়ে ফেলে এক পথচারীকে প্রায় চাপা দিতে গিয়ে কোনোরকমে সামলে সোজা গিয়ে উঠল এক দোকানে!
—কী হলো আপনার? আতঙ্কে চেঁচিয়ে উঠল প্যাসেঞ্জার।
—খবরদার এরকম আর করবেন না।
—কী করেছি?
—এই যে আমার কাঁধে টোকা দিলেন!
—কেন এতে সমস্যা কী?
—অবশ্য আপনাকে দোষ দেওয়া যায় না। আসলে আমি আজই প্রথম গাড়ি চালাতে রাস্তায় নেমেছি ক্যাব নিয়ে।
—সর্বনাশ কী বলছেন? তা হলে আগে কী করতেন?
—আগে ২৫ বছর ধরে লাশের গাড়ি চালাতাম।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন