বীরবল তখন সম্রাটের দরবারে নতুন। কাজেই সব সময় সম্রাটের কাছ থেকে টাকা পয়সা পেতেন না। এজন্য তাকে মাঝে মাঝে বেশ মুশকিলে পড়তে হত।
একবার একেবারে কপর্দকহীন হয়ে গেলেন তিনি। একটি পয়সাও নেই তার হাতে। সম্রাটের কাছে চাওয়াটাও শোভন নয়। পথ চলতে চলতে তাই তিনি মনে মনে বলছিলেন, ‘ভগবান, যদি আমাকে কিছু অর্থ দাও, তাহলে তার এক-চতুর্থাংশ আমি তোমার নামে দান করব।’
হঠাৎ একটা স্বর্ণ কুন্ড কুড়িয়ে পেলেন পথে। তিনি সেটি নিয়ে গেলেন স্যাকরার কাছে। বললেন, ‘দেখো তো ভাই, এখানে কতখানি স্বর্ণ আছে? পুরোটাই খাঁটি স্বর্ণ কি না?’
স্যাকরা মেপে টেপে বলল, ‘না। ষোলআনা খাঁটি সোনা নয়। বারো আনা আছে।’
‘ভালোই হলো,’ বিড়বিড় করে বললেন বীরবল। ‘ভগবান নিজের অংশ কেটে রেখেই দান করেছেন। আমাকে আর এটা থেকে অংশ দিতে হবে না।’
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন