৬ মিলিয়ন ডলারের সমস্যা এক বাংলাদেশী সমাধান করলো মাত্র ১ হাজার টাকায়

২৫৬৩৬ পঠিত ... ১৩:০৯, মে ১৮, ২০১৬



জাপানী সাবানের কারখানা। পুরো কারখানাই অটোমেটিক।
কোথাও মানুষের হাতের কোন ছোয়া নেই। সব মেশিন। একদিক দিয়ে সাবানের উপাদান দেওয়া হয় আরেকদিক দিয়ে একদম প্যাকেট হয়ে সাবান বের হয়ে আসে।
কিন্তু একবার একটা সাবানের প্যাকেট বের হলো যেটায় কোনো সাবান ছিল না। সেই প্যাকেট যেই না ক্রেতার হাতে গেল ক্রেতা অভিযোগ করলেন কোম্পানিতে, ব্যাস আর যায় কোথায়?
কম্পানির মালিকদের মাথায় হাত। জাপান বলে কথা, এরকম ভুল হল কীভাবে? এরকম আরেকবার হলে ব্যবসায় লালাবাত্তি। কোম্পানির মালিকরা একজোট হয়ে অনেক গবেষক নিয়োগ দিয়ে ৬ মিলিয়ন ডলার খরচ করে একটা মেশিন বসালো যা সাবানের প্যাকেট এক্সরে করে, ওজন নিয়ে, গন্ধ শুঁকে আগে নিশ্চিত হবে সাবান প্যাকেটে আছে কিনা তারপর সেটা রিলিজ করবে।
একই সমস্যা পড়লো হলো এক বাংলাদেশী সাবান কারখানায়! কিন্তু বাংলাদেশী মালিক দেখলেন তার পক্ষে ৬ মিলিয়ন ডলার খরচ করে ওই মেশিন বসানো সম্ভব নয়। তিনি কারখানার যেদিক দিয়ে সাবান ভর্তি প্যাকেট বের হয়ে আসে সেখানে একটি ফ্যান লাগিয়ে দিলেন...।

যে সাবানের প্যাকেটে সাবান থাকে না সেটা ফ্যানের বাতাসে উড়ে যায়।

২৫৬৩৬ পঠিত ... ১৩:০৯, মে ১৮, ২০১৬

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top