মেয়েটি শুধুই আমার ভালো বন্ধু!

৬২৬৮ পঠিত ... ২১:৫৩, এপ্রিল ০৬, ২০১৬


ছবি: সংগ্রহ

বাবা নিজের ছেলের সাথে দেখা করতে শহরে এল। গিয়ে দেখল, একই বাসায় তার ছেলের সাথে একটা সুন্দরী মেয়েও থাকে।

রাতে তিন জন যখন এক সাথে ডিনার টেবিলে বসল। বাবা জিজ্ঞেস করল, 'তোর সাথে এই মেয়েটি কে রে?'
ছেলে : বাবা, সে আমার হাউজ পার্টনার আর আমার সাথেই থাকে। তুমি এটা নিয়ে কী ভাবছ, সেটা আমি জানি। কিন্তু আমাদের দুজনের মধ্যে সে রকম কোন সম্পর্ক নেই। আমাদের দুজনেরই আলাদা আলাদা কামরা আর আমরা দুজনে আলাদা আলাদা বেডে ঘুমাই। আমরা দু'জন শুধু খুব ভাল বন্ধু।
বাপ : ঠিক আছে বেটা।

পরের দিন বাপ নিজের গ্রামে চলে গেল। এক সপ্তাহ পর মেয়েটি ছেলেটিকে বলছে, 'শুনো, গত রবিবার তোমার বাবা যে প্লেটে ডিনার করেছিলেন, ওই প্লেটটা খুঁজে পাচ্ছিনা। আমার সন্দেহ তোমার
বাবাই এটা চুরি করে নিয়ে গেছেন।'
ছেলেটি রেগে গিয়ে বলল, 'শাট আপ, তুমি এসব কি বলছ?'
মেয়েটি বলল, 'তুমি একবার তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো না, জিজ্ঞেস করতে কি আপত্তি?'
ছেলেটি বলল, ওকে আমি জিজ্ঞেস করব।'

পরদিন ছেলে বাবাকে একটা ই-মেইল পাঠালো। তাতে লিখল, 'আমি এটা বলছি না যে আপনি আমাদের প্লেটটা চুরি করে নিয়ে গেছেন, অথবা এটাও বলছি না যে আপনি প্লেটটা চুরি করেন নি। তবে ভুলবশত আপনি যদি প্লেটটা নিয়ে থাকেন তাহলে ওটা ফেরত দিয়ে দেবেন কারণ, ওটা ওই মেয়েটির খুব পছন্দের প্লেট।'
ইতি, আপনার ছেলে।

এক ঘন্টা পরই বাবার জবাব এল, 'আমি এটা বলছিনা যে তোর রুম পার্টনার রাতে তোর সাথে ঘুমায় আবার এটাও বলছি না যে ওই মেয়েটি রাতে তোর সাথে ঘুমায় না। তবে ওই মেয়েটি যদি পুরো সপ্তাহের মধ্যে একবারও তার নিজের রুমে, নিজের বেডে শুতে যেত, তাহলে ওর বালিশের নিচেই সে তার প্লেটটা পেয়ে যেত। কারণ প্লেটটা আমি ওখানেই লুকিয়ে রেখে এসেছিলাম।
ইতি, তোর বাবা।

৬২৬৮ পঠিত ... ২১:৫৩, এপ্রিল ০৬, ২০১৬

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top