ছোট্ট মেয়ে তার মাকে বললো, আম্মু, তুমি যখন বাসার বাইরে ছিলে অচেনা একজন আন্টি এসেছিলো।
মা বললো, 'এখন না। তোমার বাবা আসুক তারপর বলো।'
বাবা বাড়ি ফিরলে মা মেয়েকে বললো, 'তোমার আর অচেনা একজন আন্টিকে নিয়ে তখন কি যেন বলছিলে?'
বাবা কিছু বলতে চেষ্টা করলো কিন্তু মা তাকে থামিয়ে দিলো, ‘তুমি চুপ থাকো। আমি কাল সকালে এটর্নির সাথে কথা বলবো।’
তারপর মেয়ের দিকে তাকিয়ে বলো, 'হ্যাঁ, এবার বলো।'
: বাবা আমাকে ড্রয়িং রুমে গিয়ে বসতে বললো। ঐ আন্টিকে নিয়ে দোতলায় গেলো। আমিও তাদের পিছু পিছু লুকিয়ে লুকিয়ে গেলাম। দেখলাম আন্টিকে আব্বু জড়িয়ে ধরছিলো, চুমু খাচ্ছিলো। তারপর আব্বু বেডরুমের দরজা বন্ধ করে দিলো। আমি দরজার ছিদ্র দিয়ে উঁকি দিলাম।
‘ক্লেভার গার্ল! মা বললো, 'দরজার ছিদ্র দিয়ে কী দেখলে?’
: দেখলাম তারা জড়াজড়ি করছে, আর চুমুও খাচ্ছে। তারপর কাপড়-চোপড় খুলে ফেলছে।
তারপর? -মা ক্রুদ্ধ গলায় জিজ্ঞেস করলো।
: তারপর দুজনে সেটা করলো, আব্বু গত বছর বিদেশে থাকার সময় তুমি সেই আঙ্কেলটার সাথে যা করেছিলে।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন