সিংহ যেবার ইঁদুরের সঙ্গে মিলে জঙ্গলে মাদক বিরোধী অভিযানে নামলো

৫৯৫৪ পঠিত ... ২১:০৭, জানুয়ারি ১৫, ২০১৯

জঙ্গলে বসে সিংহ ফেনসিডিল খাচ্ছিল, তা দেখে ইঁদুর এগিয়ে এলো।
—ছি ছি, আপনি ডাইল খেয়ে নেশা করছেন?
—কী করব বলো, কিছুই ভালো লাগে না।
—না না, আপনি উঠুন তো এসব ছাড়ুন। আমার সঙ্গে চলুন জঙ্গলে ঘুরবেন, প্রকৃতি দেখবেন... ঝর্ণা দেখবেন। এই জঙ্গলে কতকিছু দেখার আছে। প্রকৃতির সঙ্গে মিশে দেখুন কত ভালো লাগবে...
—ঠিক তো... চল দেখি।

অলংকরণ: রঙ্গন

তারা দুজন বেরিয়ে গেল। কিছুক্ষণ বাদে দেখল আরেক জায়গায় চিতা বাঘ হেরোইন নিয়ে নেশা করছে। ইঁদুর এগিয়ে গিয়ে বলল-
—ছি ছি, আপনি হেরোইন নিচ্ছেন?
—কী করব বল, কিছুই ভালো লাগে না।
—না না, আপনি উঠুন তো, এসব ছাড়ুন। আমার সঙ্গে চলুন জঙ্গলে ঘুরবেন, প্রকৃতি দেখবেন... ঝর্ণা দেখবেন। এই জঙ্গলে কতকিছু দেখার আছে। প্রকৃতির সঙ্গে মিশে দেখুন কত ভালো লাগবে... এই যে বনের রাজা সিংহ আমার সঙ্গে চলেছেন।
—ঠিক তো! চলো দেখি।

চিতাও রওনা দিলো। তারা জঙ্গলে ঘুরে প্রকৃতি দেখতে লাগল। হঠাৎ দেখে, বাঘ ইয়াবা খাচ্ছে। যথারীতি ইঁদুর এগিয়ে গেল। বললো-
—ছি ছি, আপনি ইয়াবা খেয়ে নেশা করছেন? না না, আপনি উঠুন তো, এসব ছাড়ুন। আমার সঙ্গে চলুন জঙ্গলে ঘুরবেন, প্রকৃতি দেখবেন... ঝর্ণা দেখবেন। এই জঙ্গলে কতকিছু দেখার আছে। প্রকৃতির সঙ্গে মিশে দেখুন কত ভালো লাগবে... এই যে বনের রাজা সিংহ, চিতা আঙ্কেল আমরা একসঙ্গে ঘুরছি...

বাঘ কিছু না বলে প্রচণ্ড এক থাপ্পড় দিল। ইঁদুর তিন হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। সিংহ চিতা অবাক হয়ে বলল, ‘এ কি করলে, ও তো ভালো কথাই বলছিল...’

—আরে রাখ ভালো কথা। ঐ হারাম*দা ইঁদুর কাল গাঞ্জা খেয়ে আমাকে চরকির মতো সারা দিন জঙ্গল ঘুরিয়েছে।

৫৯৫৪ পঠিত ... ২১:০৭, জানুয়ারি ১৫, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top