যে কারণে বাসার আশেপাশেই থাকবেন, বেশি দূরে যাবেন না!

১৬১৮ পঠিত ... ১৬:৩৪, ডিসেম্বর ২২, ২০১৮

এক দেশের রাজনৈতিক অবস্থা খারাপ। এ রকম পরিস্থিতিতে আর্মি ক্যু হলো।

সকাল দশটার মধ্যে সারা দেশে হঠাৎ করে আর্মি নামল। নেমেই তারা ঘোষণা দিল—‘এগারোটার মধ্যে সবাইকে বাড়ি ঢুকে পড়তে হবে। নইলে দেখামাত্র গুলি করা হবে।’

লোকজন হুড়োহুড়ি করে সব বাড়ি ফিরছে। পৌনে এগারোটার দিকে হঠাৎ দুম করে গুলির আওয়াজ! এগিয়ে গেলেন দায়িত্বপ্রাপ্ত মেজর, পনেরো মিনিট আগেই কে আবার গুলি করে বসলো? গিয়ে দেখেন এক পথচারী রাস্তায় মরে পড়ে আছে, পাশে এলএমজি হাতে দাঁড়ানো এক জোয়ান!

‘কী ব্যাপার, একে মারলে কেন?’

‘স্যার ওর বাড়ি অনেক দূরে! পনেরো মিনিটে ও বাড়ি পৌঁছতে পারবে না...’

১৬১৮ পঠিত ... ১৬:৩৪, ডিসেম্বর ২২, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top