মন্ত্রী স্বর্গ বাদ দিয়ে নরক বেছে নেয়ার পর যা জানতে পারলো

২১২৮ পঠিত ... ১৮:৩৮, ডিসেম্বর ২০, ২০১৮

এক মন্ত্রী মৃত্যুর পর পরজগতে গেলো। সে যখন স্বর্গে ঢুকবে,তখন দেবতা তাকে বলল, 'স্বর্গে কিছু সংস্কার চলছে; তুমি ২দিন শুধু নরকে ঘুরে আসো, এরপর স্বর্গে ঢুকো!'

মন্ত্রী রাজি হল। নরকে শয়তান তাকে সাদর আমন্ত্রণ জানালো। এরপর সে তাকে নরকে ঘুরে দেখাতে লাগলো।

মন্ত্রী অবাক হয়ে দেখতে লাগলো, নরক অনেক সুন্দর। খুবই আরামের ব্যবস্থা, সুন্দর সুন্দর প্রাসাদ থাকার জন্য। খেলাধুলার জন্য পুল, গলফ মাঠ আরও অনেক কিছু। অনেক সুস্বাদু পানীয়, খাবার দাবারের ব্যবস্থা আর অসংখ্য সুন্দরী অপ্সরা রয়েছে। মানুষ অনেক আরামে আছে ওখানে।

দুই দিন পর দেবতার কাছে মন্ত্রী বলল, সে নরকেই থাকতে চায়। দেবতা অবাক হয়ে জিজ্ঞেস করলো, 'তুমি সত্যি ওখানে থাকতে চাও?’

মন্ত্রী- 'হ্যাঁ'।

মন্ত্রীর কথা শুনে দেবতা রাজি হল।

কিন্তু এরপর মন্ত্রী নরকে গিয়ে দেখল, নরক পুরো অন্যরকম। কোনো সুন্দর জায়গা নেই। শুধু আগুন আর কয়লা। মানুষজনকে শুলে চড়ানো হচ্ছে। দৈত্যরা মানুষজনকে শাস্তি দিচ্ছে। অসংখ্য সাপ আর হিংস্র প্রাণী ঘুরে বেড়াচ্ছে; খুবই কুৎসিত আর জঘন্য জায়গা।

মন্ত্রী অবাক হয়ে শয়তানকে জিজ্ঞেস করলো, 'নরকের এই হাল কেন? আগে আমি কি দেখলাম! আর এখন এই অবস্থা!'

শয়তান হেসে বললো, 'আরে, ওইটা তো ছিল একটা ক্যাম্পেইন। তোমরা যেমন নির্বাচনের আগে মানুষকে স্বর্গের স্বপ্ন দেখিয়ে পরে নরক উপহার দাও; আমিও তাই করেছি। তোমার তো এটা বোঝার কথা ছিলো।'

২১২৮ পঠিত ... ১৮:৩৮, ডিসেম্বর ২০, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top