যে অফিসে কোনো কাজ করতে হয় না

৯৫৭ পঠিত ... ১৮:০৪, জুন ০৬, ২০১৮

সরকারি এক কর্মচারী অফিসের পুরোনো ফাইলপত্র ঘাঁটতে ঘাঁটতে হঠাৎ করে একটা পুরনো প্রদীপ পেয়ে গেলেন। সেটা ঘষতেই বিশাল এক দৈত্য হাজির হয়ে বলল, হুকুম করুন মালিক! আপনার তিনটা ইচ্ছা পালন করা হবে!

অলংকরণ: সামির

কর্মচারী থতমত খেয়ে বলল, আমি এক পেগ বরফ ঠাণ্ডা হুইস্কি চাই। 

দৈত্য সঙ্গে সঙ্গে হুইস্কি নিয়ে এল। হুইস্কি খেয়ে তার বুদ্ধি খুলে গেল। দ্বিতীয় ইচ্ছের কতা জানাল সে, আমি একটা নির্জন দ্বীপে যেতে চাই যেখানে থাকবে শুধু অপূর্ব সব সুন্দরী ললনা।
: তাই হবে মালিক। বলে, দৈত্যটা তাকে চমৎকার একটা দ্বীপে নিয়ে গেল যেখানে ঘুরে বেড়াচ্ছে অপূর্ব সব সুন্দরী ললনা।

এরপর দৈত্য বলল, এবার আপনার তৃতীয় ইচ্ছের কথা বলুন মালিক।

কর্মচারী বলল, তুমি আমাকে এমন ব্যবস্থা করে দাও যেন আমাকে আর কখনো কাজ করতে না হয়।

দৈত্য কর্মচারীটাকে আবার সরকারি অফিসে নিয়ে গেল।

৯৫৭ পঠিত ... ১৮:০৪, জুন ০৬, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top