এই বসের মতো উদ্ভট পরিস্থিতিতে পড়লে আপনি কী করতেন?

৩২৭২ পঠিত ... ১৬:২৬, ফেব্রুয়ারি ১৮, ২০২০

এক অফিসে আছে এক সুন্দরী রিসেপশনিস্ট। একদিন সেই অফিসের বস ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করলো। সঙ্গে সঙ্গে পুলিশের চলে এল রহস্য উদ্ঘাটন করতে।

প্রথমেই সুন্দরী রিসেপশনিস্টকে আটকাল। পুলিশের ধারণা এই রিসেপশনিস্টই আত্মহত্যার মূলে।

: আপনার সাথে আপনার বসের সম্পর্ক কেমন ছিল?
: খুবই ভালো। উনি আমাকে খুবই পছন্দ করতেন।
: কীরকম?
: উনি আমাকে প্রথমে একটা হিরের আংটি গিফট করেন তারপর একটা গাড়ি… তারপর একটা ফ্ল্যাট...
: হুম... তাহলে সম্পর্ক খুবই গভীর…  
: তা ছিল।
: তাহলে আপনিই ভালো বলতে পারবেন উনি কেন আত্মহত্যা করলেন। 
: সত্যি কথা বলতে কি ঐ দিন আমি ফোনে বাবার সঙ্গে বলছিলাম… আমাদের কথা আড়াল থেকে শুনেই বস আপসেট হয়ে…
: কী কথা বলছিলেন?
: আমি বাবাকে বলছিলাম, ‘বাবা, তুমি তো নিষেধ করেছিলে ছেলে হয়ে মেয়ে সেজে রিসেপশনিস্ট হতে। কিন্তু দেখ আমি ঠিকই চালিয়ে যাচ্ছি… বস আমাকে ভীষণ ভালোবাসে।

৩২৭২ পঠিত ... ১৬:২৬, ফেব্রুয়ারি ১৮, ২০২০

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top