রিসিপশনিস্টের বেতন যেভাবে এক লক্ষ টাকা হতে পারে

৪২৯৯ পঠিত ... ১৯:৪১, নভেম্বর ১৭, ২০১৮

একটি মেয়ে রিসিপশনিস্ট পদের জন্য ইন্টারভিউ দিতে গেলেন, এবং তাকে প্রশ্ন করা হলো তিনি কত বেতন চান। উত্তরে তিনি বললেন: '১,০০,০০০ (একলক্ষ টাকা) দিলেই চলবে।'

সাথে সাথে প্রশ্নকর্তা তাকে বললেন- 'আচ্ছা তাই কথা থাকলো, ১,০০,০০০ টাকা, সাথে ধানমন্ডিতে এবং গুলশানে একটা করে ফ্ল্যাট, ২টা গাড়ি যার সকল খরচ আমাদের, ১০,০০০ টাকার মোবাইল বিল, সপ্তাহে মাত্র ১ দিন ৪ ঘন্টা ডিউটি করলেই হবে।'

শুনে তো ঐ মেয়ে মহা খুশি। বললো, 'স্যার আমি তো বিশ্বাসই করতে পারছি না। এত কিছু? আচ্ছা স্যার বলেন তো, আপনি মজা করছেন না তো?'

প্রশ্নকর্তা বললেন: 'হ্যাঁ আমি মজাই করছিলাম, কিন্তু এই মজা করাটা আপনিই প্রথম শুরু করেছেন।'

৪২৯৯ পঠিত ... ১৯:৪১, নভেম্বর ১৭, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top