ইন্টারভিউয়ে চাকরিপ্রার্থীর উত্তর শুনে যেভাব সে কোন এলাকার তা বুঝে যাবেন

১৭৯৯ পঠিত ... ১৭:৪৩, জুলাই ১৬, ২০১৯

 

পুলিশে চাকরির ইন্টারভিউ হচ্ছে, গম্ভীর মুখে বসে অপেক্ষা করছেন পরীক্ষক ।

প্রথম যে ব্যাক্তি এলেন তাকে সহজ একটি প্রশ্ন করে সাক্ষাতকার শুরু করতে চাইলেন অফিসার।

: তুমি বাজারে গেলে আপেল কিনতে, এক কেজি আপেলের দাম একশ টাকা হলে তুমি একশত গ্রাম আপেলের দাম কত দেবে?

শুনে সহাস্য ভঙ্গীতে চাকরিপ্রার্থি বললো

: স্যার! একশ গ্রাম আপেল যদি টাকা দিয়া কিনতে হয় তাইলে পুলিশ হমু কী করতে?

অফিসার মজা পেলেন উত্তর শুনে।

: যদি তোমার বাবা যায়?

: আমার বাবার দাঁত নেই, শুধু কলা খেতে পারেন, আপেল দিয়া কি করবে?

: আচ্ছা যদি তোমার ভাই যায়?

: স্যার আমার ভাই যদি ১০০ গ্রাম আপেল কেনে তাহলে অযথা ১ কেজির দাম জিজ্ঞেস করবে কেন? ১০০ গ্রাম এর দাম জিজ্ঞেস করবে।

মরিয়া হয়ে অফিসার জানতে চাইলেন-

: যদি সাধারণ কেউ কেনে?

: স্যার সাধারণ মানুষের কি আপেল কেনার সাধ্য আছে? কিনলে পয়সাওয়ালা কেউ কিনবে।

: আচ্ছা যদি পয়সা ওয়ালা কেউ কেনে?

: স্যার পয়সাওয়ালা কেউ যদি কেনে সে কি একশ গ্রাম কিনবে?

সে কম করে হলেও দুই কেজি কিনবে। আর যে কিনবে টাকাও সে দেবে, তার টাকার হিসাব আপনি আমার কাছে চান কেন ?

এবার বেশ বিরক্ত হয়ে অফিসার জিজ্ঞেস করলো,

: সামান্য আপেল নিয়া তুমি এত কথা কেন বলতেছ?

এবার প্রার্থী উত্তেজিত হয়ে বললো,

: স্যার ! আপেল মোটেই সাধারণ কোন ফল না। চারটা আপেল পৃথিবী বিখ্যাত। এক আপেল আদম খাইছে বইলা আমাদের দুনিয়ায় আসতে হইছে। নইলে আমরা থাকতাম স্বর্গে। দ্বিতীয় আপেল হইলো নিউটন এর আপেল। সেদিন নিউটন এর মাথায় আপেল না পরলে এই মহাকর্ষতত্ত্ব অভিকর্ষতত্ত্ব পইড়া ব্রেইন নষ্ট করতে হইতো না। তৃতীয় আপেল হলো স্টিভ জবসের কামড়ানো আপেল। আই ফোন, আইপ্যাড আইপড এইসব যন্ত্রণা, ওই আপেলেরই জন্য। আর চতুর্থ আপেল হইলো আজকের আপেল যা আমার চাকবি হওয়া বা না হওয়ার কারণ। এরপরও কি আপনি আপেলকে সাধারণ বলবেন?

 এবার হাল ছেড়ে অফিসার জিজ্ঞেস করলেন, 'তোমার বাড়ি কি নোয়াখালী?'

 এই প্রশ্নের উত্তর সহজ ছিল। প্রার্থী বললো, হ্যাঁ।

১৭৯৯ পঠিত ... ১৭:৪৩, জুলাই ১৬, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top