গণিতের প্রফেসরের স্ত্রী যেভাবে স্বামীকে উচ্চতর গণিত শেখালেন

৮১৮৩ পঠিত ... ০৬:১৯, মার্চ ২৭, ২০১৮

গনিতের এক প্রফেসর তার স্ত্রীর ফোনে মেসেজ পাঠালো–
প্রিয়তমা বউ, তুমি বুঝতেই পারতেছ যে তোমার বয়স ৫৪ বছর আর এই বয়সে তোমার পক্ষে আমার চাহিদা পূরণ করা হয়তো সম্ভব হবে না। যাই হোক, ব্যক্তিগত জীবনে তোমার মতো বউ পেয়ে আমি অনেক খুশি। আমি বিশ্বাস করি তুমি কিছু মনে করবে না এবং জেনে দুঃখ পাবে না যে আজ আমি আমার ১৮ বছরের অ্যাসিস্ট্যান্ট মীরার সাথে রেডিসন হোটেলে ডিনার করতে যাচ্ছি। আশা করি আমি মাঝ রাতের মধ্যেই ফিরবো।

হোটেলে পৌছানোর পরে প্রফেসর তার স্ত্রীর পাঠানো একটা মেসেজ পেলো-
প্রিয়তম স্বামী, আমি জানি তোমার বয়সও ৫৪ বছর। আমিও তোমাকে পেয়ে অনেক সুখী। সে যাই হোক, তুমি যখন এই পত্র পাবে তখন আমি আমার অফিসের ১৮ বছর বয়সী কলিগের সাথে সোনারগাঁ হোটেলে ডিনারে থাকবো। যেহেতু তুমি একজন মেধাবী গনিতবিদ, আশা করি খুব সহজে তুমি একটা অংকটা করেতে পারবে, অংকটা হলো- ১৮ দ্বারা কত বার ৫৪ কে নিঃশেষে ভাগ করা যাবে এবং ৫৪ এর পক্ষে ১৮ কে কত বার নিঃশেষে ভাগ করা সম্ভব হবে? আমার মনে হয় না সকালের আগে আমি ফিরতে পারবো!

৮১৮৩ পঠিত ... ০৬:১৯, মার্চ ২৭, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top