নৌবাহিনীর নতুন সৈনিক জাহাজে যোগ দিল। তার গাইড তাকে সবকিছু ঘুরিয়ে দেখাচ্ছে।
ডাইনিং হলের পেছনে একটি পিঁপে দেখে কৌতুহলী সৈনিক গাইড কে প্রশ্ন করল 'এটা কী?'
গাইডের উত্তর, 'ওয়েল, সমুদ্রে আমাদের টানা মাসখানেক থাকতে হয়, খুবই স্বাভাবিক, আমাদের যখন একটু ইয়ে লাগে তখন আমরা এটা দিয়েই কষ্ট-শিষ্টে চালিয়ে নেই! এই দেখো, ছিদ্রও করা আছে পেছনে।'
দু-তিনদিন পর জাহাজ সুমুদ্রে গেলে সৈনিক একদিন আবিস্কার করল পিঁপের সদ্ব্যাবহার না করলে তার আর চলছেই না। সে কিছুটা শঙ্কিতভাবে শেষ-মেষ পিঁপেখানা ব্যবহার করেই ফেললো। বলাই বাহুল্য পিঁপের ক্ষমতা তাকে বিমোহিত করলো।
গাইডের সাথে দেখা হওয়ার পর সে বললো, 'বাহ! আপনাদের পিঁপেখানা তো বেশ। আমি একবার ব্যবহার করেছি, আমি কি প্রতিদিনই এটা ব্যবহার করতে পারব?'
গাইড বললো, 'ওয়েল, হ্যা প্রতিদিনই পারবা, শুধু বুধবার বাদে।'
সৈনিক বললো, 'কেন? বুধবারে নয় কেন?'
গাইডের উত্তর, 'কারণ বুধবার পিঁপের ভেতর তোমার ডিউটি।'
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন