নাসিরুদ্দিনের ভারী শখ একটা নতুন জোব্বা বানাবে, তাই পয়সা জমিয়ে দর্জির দোকানে গেল ফরমাশ দিতে। দর্জি মাপ নিয়ে বলল, ‘আল্লাহ্ করেন তো এক সপ্তাহ পরে আপনি জোব্বা পেয়ে যাবেন।’
নাসিরুদ্দিন এক সপ্তাহ কোনওরকমে ধৈর্য ধরে তারপর আবার গেল দরজির দোকানে।
‘একটু অসুবিধা ছিল মোল্লাসাহেব’, বলল দর্জি, ‘আল্লাহ্ করেন তো কাল আপনি অবশ্যই জোব্বা পেয়ে যাবেন।’
নাসিরুদ্দিন হতাশা নিয়ে ফিরে গেলেন । পরেরদিন আবার দর্জির দোকানে গেলেন এবং আবারো দর্জি বললেন, ' মাফ করবেন মোল্লাসাহেব', বলল দর্জি, আর একটি দিন আমাকে সময় দিন। আল্লাহ্ করেন তো কাল সকালে নিশ্চয় রেডি পাবেন আপনার জোব্বা।
নাসিরুদ্দিন এবার বলল, ‘আল্লাহ্ না করে তুমি করলে জোব্বাটা কবে পাব সেটা জানতে পারি কি?’
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন