নাসিরুদ্দিন তার এক বন্ধুকে নিয়ে সরাইখানায় ঢুকেছে দুধ খাবে বলে। পয়সার অভাব, তাই এক গেলাস দুধ দুজন আধাআধি করে খাবে।
বন্ধু বললে, ‘তুমি আগে খেয়ে নাও তোমার অর্ধেক। বাকিটা আমি পরে চিনি দিয়ে খাব।’
‘চিনিটা আগেই দাও না ভাই’, বলল নাসিরুদ্দিন, ‘তা হলে দুজনেরই দুধ মিষ্টি হবে।’
বন্ধু মাথা নাড়ল। ‘আধ গেলাসের মতো চিনি আছে আমার সঙ্গে, আর নেই।’
নাসিরুদ্দিন সরাইখানার মালিকের সঙ্গে দেখা করে খানিকটা নুন নিয়ে এল। ‘ঠিক আছে’, সে বলল বন্ধুকে, ‘এই নুন ঢাললাম দুধে। আমি অর্ধেক নোনতা খাব, বাকি অর্ধেক মিষ্টি খেও তুমি।’
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন