যে কারণে আমি বড়লোকের বাড়িতে যাই না!

১৫৭১০ পঠিত ... ১৬:২৩, জুলাই ২০, ২০১৬



প্রশ্ন: কী দেব বলেন—ফলের জুস, চা, কফি, সফট ড্রিংকস নাকি অন্য কিছু?

উত্তর: চা।

প্রশ্ন: সাধারণ, নাকি হারবাল? গ্রিন টি, নাকি আইস টি?

উত্তর: সাধারণ চা।

প্রশ্ন: লাল চা, নাকি দুধ চা?

উত্তর: দুধ চা।

প্রশ্ন: গরুর দুধ, ছাগলের দুধ, নাকি উটের দুধের?

উত্তর: গরুর দুধের।

প্রশ্ন: ঠান্ডা, নাকি গরম?

উত্তর: গরম।

প্রশ্ন: ফুলক্রিম, লো ফ্যাট, নাকি ফ্যাট ফ্রি?

উত্তর: উমমমম...তারচেয়ে বরং লাল চা-ই দিন।

প্রশ্ন: চিনি, নাকি মধু দেব?

উত্তর: চিনি দিন দয়া করে।

প্রশ্ন: ক্যান সুগার, নাকি বিট সুগার?

উত্তর: ক্যান সুগারই দিন।

প্রশ্ন: সাদা, বাদামি, নাকি হলুদ চিনি?

উত্তর: থাক ভাই, চা লাগবে না! আপনি আমাকে এক গেলাস পানি দিন!

প্রশ্ন: মিনারেল, নাকি নরমাল?

উত্তর: মিনারেল।

প্রশ্ন: ফ্লেভারড, নাকি নন ফ্লেভারড?

উত্তর: ভাই রে, অত কিছু বুঝি না! আপনি আমাকে নদীর পানিই দিন!

১৫৭১০ পঠিত ... ১৬:২৩, জুলাই ২০, ২০১৬

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top