মিশরীয় বংশদ্ভুত মার্কিন কমেডিয়ান আহমেদ আহমেদ নিজের বাবার রসবোধ নিয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছিলেন তাঁর সম্পর্কে একটা গল্প বলে--
আমার বাবা ৪০ বছর ধরে পাইপ টেনেছেন। তার হার্টে বাইপাস সার্জারি করা হয়েছে। অপারেশনের পর তার যখন জ্ঞান ফিরল দুজন নার্স তাকে পরীক্ষা করছিলেন। তিনি বললেন, ‘আমি কোথায়?’
নার্সদের একজন উত্তর দিলেন, ‘আইসিইউ।’
: আই সি ইউ টু, কিন্তু আমি কোথায়?
: ভেরি ফানি মি. আহমেদ। ঈশ্বরকে ধন্যবাদ যে আপনার জ্ঞান ফিরেছে।
: ঈশ্বরকে অবশ্যই ধন্যবাদ। কিন্তু এটা স্বর্গ নয় আমি জানি। এখানে তোমরা মাত্র দুইজন।
আহমেদ আহমেদের স্ট্যান্ডআপ কমেডির একটি নমুনা দেখতে পারেন এখানে--
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন