জয়নুল আবেদীন একবার ফ্রান্সের এক রেস্টুরেন্টে গিয়ে ফরাসি না জানায় কী খাবেন তা ছবি এঁকে বুঝিয়েছিলেন, এই গল্প অনেকেই শুনে থাকবেন। এমন ঘটনা ঘটেছিল পাবলো নেরুদার সঙ্গেও, তবে সমস্যা হলো নেরুদা কবি, চিত্রশিল্পী নন!
বিংশ শতকের সর্বাধিক পঠিত কবি বলা হয় চিলির পাবলো নেরুদাকে। একবার তিনি তাঁর স্ত্রী মাতিলদেকে সঙ্গে নিয়ে বেড়াতে গেছেন রোমানিয়ায়। অবশ্য মাতিলদে তখনও তাঁর স্ত্রী হননি। সেটা আরও পরের ঘটনা।
তারা যে রোমানিয়ান মহিলার বাড়িতে উঠেছেন, তিনি রোমানিয়ান ভাষা ছাড়া বিন্দুবিসর্গও বোঝেন না। পাবলো নেরুদারা বোঝেন না রোমানিয়ান ভাষা। সবারই ভাষা বোঝাতে বেহাল অবস্থা।
সকাল বেলা রোমানিয়ান মহিলা ইশারায় জিজ্ঞেস করলেন- কী খাবেন?
নেরুদা ডিম দেখিয়ে বললেন- ডিম খাবেন।
মহিলা ইশারা করলেন- কয়টা?
নেরুদা দুই আঙুল দেখিয়ে বললেন- দুইটা।
কিছুক্ষণ পর মহিলার এক ট্রে ভর্তি করে আনা ডিম ভাজা দেখে নেরুদা আর মাতিলদে দু’জনেরই চক্ষু চড়কগাছ!
গুনে দেখা গেলো, ডিম রয়েছে ওখানে এগারোটা! মহিলা দুই আঙুল দেখে এক আর একে মিলে এগারোটা ডিম মনে করেছিলেন!
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন