হোসনি মোবারকের শাসনামলের নির্বাচন নিয়ে একটি মিসরীয় কৌতুক

১১৯২০ পঠিত ... ০৪:১৯, নভেম্বর ১১, ২০১৮

হোসনি মোবারকের সময়ের ঘটনা। এক লোক মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে গিয়ে মোবারককে ভোট না দিয়ে প্রতিপক্ষ প্রার্থীকে ভোট দিয়ে এল। ভোটকেন্দ্র থেকে ফিরে বন্ধুদের সাথে গল্প করার সময় যখন সে বলল যে সে মোবারককে দেয় নি, বন্ধুদের তো মাথায় হাত!
– বলিস কি? করেছিস কি তুই? এন্তা মাগনুন? (অর্থাত্‍ তুই কি পাগল?) তাড়াতাড়ি যা, সময় থাকতে এখনও আবেদন করে ভোটটা পরিবর্তন করে দিয়ে আয়, তা না হলে তোর পেছনে গোয়েন্দা বিভাগের লোক লেগে থাকবে।

বন্ধুদের চেঁচামেচিতে ভদ্রলোক ভয় পেয়ে গেল এবং তাড়াতাড়ি ভোট কেন্দ্রে গিয়ে ভয়ে ভয়ে বলল, মা’লেশ, আইজ উল্লেক হাগা… (অর্থাত্‍‌ যদি কিছু মনে না করেন, একটা কথা বলতে চাই)। অনুমতি পাওয়ার পর ভদ্রলোক একটু সাহস পেয়ে বলল, আসলে আমি একটা ভুল করে ফেলেছি। মাথা ঠিক ছিল না, ভুলে মোবারককে ভোট দিতে গিয়ে প্রতিপক্ষকে ভোট দিয়ে ফেলেছি। এখন যদি অনুমতি দেন, তাহলে ভোটটা পরিবর্তন করতে চাই।

পোলিং এজেন্টের মেয়েটা ভদ্রলোকের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলল, মাত্‌তা’আব্‌শ রোহেক, অ্যাহ্‌না গাইয়্যেরনা সোওতেক… (অর্থাত্‍‌ আপনাকে কষ্ট করতে হবে না, আমরা অলরেডি আপনার ভোটটা পরিবর্তন করে দিয়েছি)!

১১৯২০ পঠিত ... ০৪:১৯, নভেম্বর ১১, ২০১৮

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top