রাজনৈতিক নেতৃত্বের দর্শন বুঝতে উপযুক্ত যে একটি প্রশ্নই যথেষ্ট

২৮৪৭ পঠিত ... ২০:১৭, এপ্রিল ০১, ২০১৯

ইংল্যান্ড ভ্রমণকালে রানীর সাথে চা খেতে খেতে আলাপ করছিলেন জর্জ ডব্লিউ বুশ। আলাপকালে বুশ জানতে চান রানীর নেতৃত্বের দর্শন কী?

রানী: নিজের চারপাশে বুদ্ধিমান লোক রাখা।

বুশ: কিন্তু বুদ্ধিমান কারা আপনি তা বুঝবেন কিভাবে?

রানী: উপযুক্ত প্রশ্নের মাধ্যমে আমি তা বুঝতে পারি। দেখাচ্ছি।

বলে রানী টনি ব্লেয়ারকে ফোন করলেন, ‘মি. ব্লেয়ার, এই প্রশ্নের উত্তর দিন- আপনার বাবার একজন সন্তান, মায়েরও এবং সেই সন্তান আপনার ভাই বা বোন না। কে সে?’

টনি ব্লেয়ার: এটা আমি নিজে ম্যাম।

রানী: সঠিক উত্তর। থ্যাংক ইউ মি. ব্লেয়ার।

বুশ: অনেক ধন্যবাদ। আমি নিশ্চয়ই এটা কাজে লাগাবো।

 

ওয়াশিংটনে ফিরে গিয়ে বুশ পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান জেসে হেমস ডেকে বললো, 'সিনেটর, আপনি কি আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন?'

অবশ্যই স্যার। কী প্রশ্ন বলুন। 

আপনার বাবার এক সন্তান আছে, মায়েরও আছে এবং সেই সন্তান আপনার ভাই বা বোন না। কে সে?

হেমস কিছুক্ষণ ভেবে বললো, আমি কি কিছুক্ষণ সময় পেতে পারি?

বুশ: অবশ্যই।

হেমস সিনিয়র সিনেটরদের নিয়ে তাৎক্ষণিক মিটিং-এ বসলেন। সিনেটরদের কেউ ধাঁধার উত্তর দিতে পারলো না। হেমস মরিয়া হয়ে কলিন পাওয়েলকে ফোন করলেন, ‘মি. পাওয়েল, আপনার বাবার এক সন্তান আছে, মায়েরও আছে। সেই সন্তান আপনার ভাই বা বোন না। কে সে?’

পাওয়েল; আরে বোকা, এটা তো আমি নিজে!

হেমস স্বস্তি পেলেন। হেমস হোয়াইট হাউজে বুশের কাছে ছুটে গিয়ে বললেন, ‘আমি উত্তর জানি, স্যার, কে সে। এটা হলো কলিন পাওয়েল।‘

বুশ বিরক্ত হলেন: ভুল উত্তর, গাধা কোথাকার। এটা হলো টনি ব্লেয়ার।

২৮৪৭ পঠিত ... ২০:১৭, এপ্রিল ০১, ২০১৯

আরও

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

গল্প

রম্য

সঙবাদ

সাক্ষাৎকারকি

স্যাটায়ার


Top