এক লোক এক রেস্টুরেন্ট দিয়েছে। সেখানে যাই অর্ডার দেওয়া হয় তাই পাওয়া যায়। আর তারা অর্ডার ফেল করলে ৫০০০ টাকা পর্যন্ত জরিমানা দেয়। তো এই খবর পেয়ে এক লোক গেল টেস্ট করতে। রেস্টুরেন্টের কোনার একটা টেবিলে বসল। সঙ্গে সঙ্গে বেয়ারা ছুটে এসে বললো-
—কী চাই স্যার?
—গণ্ডারের বটি কাবাব আর নান।
'একটু অপেক্ষা করুন।' বলে বেয়ারা চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে বললো- 'সরি স্যার, আমরা ফেল করলাম। এই নিন জরিমানা ৫০০০ টাকা।'
লোকটি ভিতরে ভিতরে খুব খুশি হল। মুখে বললো-
—আমি জানতাম ফেল করবেন। গণ্ডার এনডেনজার্ড স্পেশিস। তার বটি কাবাব সোজা কথা নয়।
—না স্যার, গণ্ডারের বটি কাবাব ছিল আজ নান শর্ট পড়েছে আমাদের...
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন