এক অন্ধ লোক রেস্টুরেন্টে খেতে ঢুকেছেন।
ওয়েটার এসে জিজ্ঞেস করলো, ‘মেনু বলবো স্যার?’
লোকটা বললো, ‘আপনি রান্না করার খুন্তি নিয়ে আসুন। আমি গন্ধ শুঁকে খাবারের অর্ডার দেবো।’
ওয়েটার রেস্টুরেন্টটির ম্যানেজারকে বিষয়টি জানালেন। ম্যানেজার রান্নাঘর থেকে একটা খুন্তি এনে দিলেন।
অন্ধ ভদ্রলোক সেটা শুঁকে নিয়ে বললেন, ‘আমাকে গার্লিক ব্রেডের সাথে স্প্যানিশ ওমলেট দিয়ে দিন।’
ম্যানেজার অবাক! আসলেই কিছুক্ষণ আগে ঐ খুন্তি দিয়ে স্প্যানিশ ওমলেটই তৈরি করা হয়েছে।
ঐভাবে অন্ধ ব্যক্তিটি রোজ আসেন, আর হাতা বা খুন্তি শুঁকে তার পছন্দের খাবার অর্ডার করেন। ঠিক, যে যে রান্না সেদিন হয়েছে।
ম্যানেজার ভাবলেন, দেখি একদিন অন্যরকমভাবে পরীক্ষা করবো।
খুন্তিটি পরের দিন ভালো করে ধুয়ে মুছে কিচেনে গিয়ে ম্যানেজার তার স্ত্রী সোনালিকে বললেন, ‘তুমি খুন্তিটি ভালো করে তোমার ঠোটে ঘষে দাও। সোনালি তাই করে স্বামীর হাতে দি্লেন।’
খুন্তিটি হাতে নিয়ে শুঁকে আনন্দে আত্মহারা হয়ে বললেন, ও মাই গড!
এ তো সোনালি! আমার পুরনো প্রেমিকা! সে কি এই রেস্টুরেন্টে কাজ করে?
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন