ডেট করতে যাবে এক ছেলে। জীবনের প্রথম ডেট। সে বন্ধুর কাছে পরামর্শ চাইল। তার নার্ভাস লাগছে যদি কথা খুঁজে না পায় তা হলে কী করবে?
—কথা খুঁজে না পেলে ফুড, ফ্যামিলি আর ফিলোসফি নিয়ে কথা বলবি। এটা একটা থিওরি!
—বেশ।
পরদিন বন্ধু গেল ডেট করতে। একটা রেস্টুরেন্টে বসল তারা। একপর্যায়ে ছেলেটি আর কথা খুঁজে পায় না, তখন ভাবল ফুড নিয়ে কথা বলা যাক। বললো,
—তুমি শাকসবজি খেতে পছন্দ কর তো?
—না।
ছেলে আর কথা খুঁজে পায় না। তখন সে ভাবল তা হলে ফ্যামিলি নিয়ে কথা বলা যাক। বলল
—তোমার ভাই আছে?
—না।
এবারো আর ছেলে কথা খুঁজে পায় না। তখন সে ভাবল তা হলে ফিলোসফি নিয়ে কথা বলা যাক। অনেক ভেবে বললো,
—আচ্ছা তোমার ভাই কি শাকসবজি খায়?
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন