এক দম্পতি রেস্টুরেন্টে খেতে গেলো। সেই রেস্টুরেন্টেই ওয়েটারের কাজ করে মেয়েটির প্রাক্তন প্রেমিক।
কাকতালীয়ভাবে প্রাক্তন প্রেমিক যে টেবিল সার্ভ করে, তারা সেই টেবিলেই বসলো। ছেলেটিও অর্ডার নিতে এসে চমকালো, সামলেও নিলো দ্রুত। মেয়েটির চোখে দুয়েকবার উঁকি দিয়ে গেলো প্রায় আবছা হয়ে যাওয়া স্মৃতি, সমবেদনাও জাগলো একটু আধটু।
দম্পতি অর্ডার দিলো। প্রাক্তন প্রেমিক সার্ভও করলো। ঘটনা হতে পারতো এতটুকুই।
ঝামেলা বাধলো বিল নিতে আসার সময়। প্রাক্তন প্রেমিক 'খাওয়া কি শেষ, বিল দেবো?' জিজ্ঞেস করতে গিয়ে অভ্যাসবশত প্রশ্ন করে বসলো, 'বাবু খাইছো?'
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন