বাইরে তখন গুড়ি গুড়ি বরফ বৃষ্টি। লন্ডনের এক অভিজাত আনন্দ- গৃহে প্রবেশের জন্য কলিং বেল চাপে এক লোক। দরজা খুলে আনন্দ- গৃহের ম্যাডাম জিজ্ঞেস করে, কাকে চাই।
লোকটি বলে, আমি মার্গারিটার সঙ্গে সময় কাটাতে চাই।
ম্যাডাম উত্তর দেয়, মার্গারিটা খুব সাধারণ কেউ নয়। তার সঙ্গে সময় কাটাতে পাঁচ হাজার পাউন্ড দিতে হয়। আপনি বরং অন্য কারো সঙ্গে সময় কাটান।
লোকটি তবু মার্গারিটার সঙ্গেই সময় কাটাতে চায়। কিছুটা সময় কাটিয়ে বিদায় নেয়।
পরের দিন আবার লোকটি আসে; যথারীতি মার্গারিটার সঙ্গে সময় কাটাতে চায়। সময় কাটায়। এরপর বিদায় নেয়।
পরপর দু'দিন সময় কাটাতে লোকটি ১০ হাজার পাউন্ড খরচ করে। এতে বিস্মিত হয় মার্গারিটা, ম্যাডাম আর আনন্দ- গৃহের অন্য বাসিন্দারা।
লোকটি তৃতীয় সাঁঝে আসে, যথারীতি মার্গারিটার কাছে যায়। মার্গারিটা জিজ্ঞেস করে, তুমি কোন এলাকার লর্ড!
লোকটি উত্তর দেয়, আমি লর্ড নই; একজন সাধারণ আইনজীবী, থাকি এডিনবরায়।
মার্গারিটা পুলকিত হয়ে বলে, আমিও এডিনবরার মেয়ে। তবে অনেকদিন যাইনি সেখানে।
আইনজীবী বলে, জানি, তোমার মা-বাবা মারা যাবার পর তোমাদের ভাইবোনদের উত্তরাধিকার ভাগাভাগির দায়িত্বটি আমাকেই দেয়া হয়েছিলো। তোমার ভাগের ১৫ হাজার পাউন্ড তোমাকে দিতেই এসেছিলাম। আমার দায়িত্ব শেষ। এখন যাই!
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন