না, উগান্ডার না, গল্পটা ইরিত্রিয়ার

১৫৬ পঠিত ... ১৭:১৭, নভেম্বর ১৮, ২০২৩

1

চলতি মাসেই বিশ্বকাপ বাছাইপর্বের জন্য মরক্কোর বিপক্ষে খেলার কথা ছিল আফ্রিকার দেশ ইরিত্রিয়ার। কিন্তু বিধিবাম, অদ্ভুত এক কারণে বিশ্বকাপের মঞ্চে খেলার সুযোগ নিজেরাই ছেড়ে দিলো দেশটির ফুটবল ফেডারেশন। ঠিক কী কারণে তারা বিশ্বকাপ খেলছে না জানলে খাবি খাবেন আপনিও! বিদেশে খেলতে গেলে ফুটবলাররা পালিয়ে যেতে পারে, এই ভয়েই বিশ্বকাপের বাছাইপর্ব খেলতে দল পাঠাচ্ছে না আফ্রিকার দেশটি।  

বিষয়টি নিয়ে ফিফা বিবৃতি দিলেও ইরিত্রিয়া ন্যাশনাল ফুটবল ফেডারেশন (ইএনএফএফ) এখনও অফিশিয়ালভাবে কিছু জানায়নি। ইরিত্রিয়ায় বর্তমানে ‘স্বৈরতান্ত্রিক’ শাসনব্যবস্থা চলমান, সে দেশের নিয়ম অনুযায়ী অনেক নাগরিককেই বাধ্যতামূলকভাবে সামরিক সেবায় নিয়োজিত থাকতে হয়। মূলত এ নিয়ম থেকে বাঁচতেই অনেকে দেশ ছাড়ছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানের এক প্রতিবেদনে জানা যায়, ২০০৯ সাল থেকে ইরিত্রিয়া জাতীয় দলের পরিচয় ব্যবহার করে ৬০ জনের বেশি খেলোয়াড় বিদেশে আশ্রয় নিয়েছেন। সবশেষ অনূর্ধ্ব-২০ দলের ৫ জন নারী খেলোয়াড় পালিয়েছেন উগান্ডায় খেলতে গিয়ে।

বিশ্বাস করুন আর না করুন গল্পটা কিন্তু উগান্ডার না ইরিত্রিয়ার।

১৫৬ পঠিত ... ১৭:১৭, নভেম্বর ১৮, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top