বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ চলছে। প্রতিপক্ষ ইতোমধ্যেই চাল দিয়ে অপেক্ষা করছেন। সামনে ফাঁকা টেবিল, ম্যাগনাস কার্লসেনের জন্য অপেক্ষা। দুই-তিন মিনিট পর হ্যান্ডশেক করে টেবিলে বসলেন ম্যাগনাস। কিন্তু খেলতে বসেই যে পাগলাটে কাণ্ডটি করবেন, তা কেউই ভাবেননি। প্রতিটি গুটিকে নিজের হাতে সোজা করে সাজালেন। বেশ কিছুক্ষণ সময় নিয়ে একে একে সব পিসকে ছুঁয়ে, ঠিকমতো বসানোর পর প্রথম চাল দিলেন। প্রতিপক্ষ বিস্ময়ে তাকিয়ে, হয়তো ভাবছেন, এও কি কোনো কৌশল?
যারা দাবা নিয়ে খোঁজখবর রাখেন, তারা ম্যাগনাসের অদ্ভুত আচরণ সম্পর্কে ভালোভাবেই জানেন। গতকাল ওয়ার্ল্ড র্যাপিড চ্যাম্পিয়নশিপে তার আরেকটি ম্যাগনাস মোমেন্ট তৈরি হয়। জিন্স পরে টুর্নামেন্টে উপস্থিত হন তিনি, কিন্তু ফিদে-র পোশাক নীতিমালায় জিন্স নিষিদ্ধ। পাঁচবারের র্যাপিড চ্যাম্পিয়ন ও সাতবারের ব্লিটজ চ্যাম্পিয়ন ম্যাগনাসকে ২০০ ডলার জরিমানা করা হয় এবং পোশাক পরিবর্তন করতে বলা হয়। ম্যাগনাস সরাসরি অস্বীকৃতি জানিয়ে টুর্নামেন্ট থেকেই সরে যান।
পরে 'টেক টেক টেক' পডকাস্টে ম্যাগনাস বলেন, বলেছিলাম, কালকে বদলাব, কিন্তু তারা বলল, এখনই বদলাতে হবে। এটা আমার জন্য নীতিগত ব্যাপার। সত্যি বলতে, এত পাত্তা দেওয়ার বয়স আমার নেই। যদি তারা এমন নিয়ম চালু রাখতে চায়, তাহলে আমি হয়তো এমন জায়গায় যাব, যেখানে পরিবেশটা আরেকটু ভালো।
ইউটিউবে তার খ্যাপাটে কাণ্ডের ভিডিওতে ভরপুর। প্রায় প্রতিটি ম্যাচেই তিনি সময়মতো হাজির হন না। এক বোতল পানি হাতে ঢোকেন, ধীরেসুস্থে গুটিগুলো ঠিকঠাক বসান, তারপর নিজের প্রথম চাল দেন। এমনও হয়েছে যে তিন মিনিটের ম্যাচে আড়াই মিনিট দেরি করে ঢুকে জয় নিয়ে বেরিয়ে এসেছেন।
একবার খেলার মাঝখানে খুব গুরুত্বপূর্ণ মুহূর্তে খেলা থামিয়ে ছাদে গিয়ে ফুটবল নিয়ে কসরত করতে দেখা গেছে তাকে। ছোটোবেলার চাইল্ড প্রডিজি ম্যাগনাস বোর্ডের দিকে তাকিয়ে খেলেন, কখনও প্রতিপক্ষের দিকে না। তার খেলার ধরনই আলাদা।
ক্ল্যাসিক এক ঘটনা হলো, ছোটোবেলায় বিশ্বচ্যাম্পিয়ন গ্যারি কাসপারভের সঙ্গে তার খেলা। বোর্ডের এমন অবস্থায় কাসপারভ চুল হাতড়ে ভাবছেন, কী চাল দেবেন, আর ম্যাগনাস উঠে গিয়ে অন্যদের খেলা দেখতে ব্যস্ত।
ম্যাগনাস কার্লসেনের মতো পাগলাটে দাবাড়ু খুবই বিরল। যেকোনো পরিস্থিতিতে চাপমুক্ত থেকে নিজের সেরাটা দেওয়াই তার পরিচয়। দাবার এই ‘পাগলা ঘোড়া’ প্রতিপক্ষকে যেমন অবাক করেন, তেমনই মুগ্ধ করেন দাবাপ্রেমীদের।
পাঠকের মন্তব্য
ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে
লগইন