চুমুতে স্থান হারাচ্ছেন ইমরান হাশমি?

১৬৮ পঠিত ... ১৭:১৬, ডিসেম্বর ৩১, ২০২৪

11

চুমু নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে লিজেন্ডের তালিকায় যে কেউ ইমরান হাশমির নাম নির্দ্বিধায় বলতে পারত, বিশেষ করে আজ থেকে ১০ বছর আগেও। সময়ের সাথে সাথে সবার স্কিলেই মরিচা ধরে, সেই ক্ষেত্রে ইমরান হাশমির বেলায়ও ব্যতিক্রম হয়নি। তবে তার শূন্যস্থান পূরণ করতে আত্মপ্রকাশ করেছেন শফিক হাশমি নামে এক নতুন সেনসেশনাল হিরো। চুমু, চুমু, চুমু—সবাইকে চুমু দিতে চান তিনি।

চুমু খেতে চেয়ে আত্মপ্রকাশ করা ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশিরাও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখাচ্ছেন। বলিউড-হলিউডের প্রডিউসার ও ডিরেক্টররা তার ভিডিও শেয়ার করে বলেছেন, ইমরান হাশমির পর কারও মাঝে চুমু খাওয়ার এতটা ফ্যাসিনেশন দেখেছি আমরা। আমরা তো এতদিন ধরে তাকেই খুঁজছিলাম, ভবিষ্যতের সিনেমার চুমুবাজ হিরো।

ইমরান হাশমির সিনেমাপ্রতি গড়ে ২০টা চুমু খাওয়ার রেকর্ড থাকলেও সবাই আশা করছেন শফিক হাশমি এসব রেকর্ড আঙুল দিয়ে তুড়ি মেরে উড়িয়ে দেবেন। তিনি হাজার হাজার মানুষকে চুমু খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। এমন উদ্দীপনা থেকে বোঝা যায়, ইতিহাসের পাতায় তার নাম উঠবেই। হয়তো তাকে দিয়ে দ্য পারফিউম এর পার্ট টু করানো হবে, যেখানে তিনি সিরিয়াল কিসারের ভূমিকায় অভিনয় করবেন।

শফিক হাশমির সিনেমায় তার ঠোঁটের স্পন্সর হিসেবে ইতোমধ্যেই বেশ কিছু পেট্রোলিয়াম জেলির কোম্পানি প্রস্তাব দিয়েছে বলে শোনা যাচ্ছে। তাদের ভাষ্যমতে, একজন ব্যক্তি সিনেমার জন্য হাজারো মানুষকে চুমু খাবে, তার ঠোঁটের কথাও তো ভাবতে হবে আমাদের। পেট্রোলিয়াম জেলি আমরা সরবরাহ করব, তার ঠোঁটকে তো বাঁচাতে হবে। নাহলে সিনেমার কোনো মানেই থাকবে না। আর শুষ্ক ঠোঁটে চুমু খাওয়াও যায় না।

শফিক হাশমিকে বিভিন্ন দেশের সিনেমার ডিরেক্টররা ব্যক্তিগতভাবে ফোন করছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সহকারী। ফেসবুকে একটি আনভেরিফায়েড পেজ থেকে শফিক হাশমি প্রতিক্রিয়া দিয়েছেন, চুমুতেই শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব। দেশের যা অবস্থা, চুমু ছাড়া এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমি খুব শিগগিরই উদ্যানে একটা গণচুমু কর্মসূচি ঘোষণা করবৎ

এদিকে, যারা চুমু খেতে ভয় পেতেন, তারাও মনে মনে সাহস পাচ্ছেন। চুমুর যে ম্যাজিক রয়েছে, সেই ম্যাজিক্যাল স্বাদ নেওয়ার জন্য উন্মুখ সবাই। আশা করা যায়, খুব শিগগিরই গণচুমু কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের ‘আচুমু’ অবস্থা থেকে বেরিয়ে এসে দেশ ও সমাজে শান্তি প্রতিষ্ঠা করব।

 

১৬৮ পঠিত ... ১৭:১৬, ডিসেম্বর ৩১, ২০২৪

Top