সুইডেন—পিতৃত্বকালীন ছুটিতে সবচেয়ে উদার যে দেশ!

২৭৪ পঠিত ... ১৭:৫৭, জুন ১৮, ২০২৩

Sweden

প্যাটার্নিটি লিভ বা পিতৃত্বকালীন ছুটি বিশ্বের অনেক দেশেই প্রচলিত। তবে এক্ষেত্রে অভাবনীয় অবদান রাখে সুইডিশ সরকার। জেনে অবাক হবেন সুইডেন সরকার তার নাগরিকদের জন্য ৪৮০ দিন পর্যন্ত প্যারেন্টাল লিভ মঞ্জুর করেছে। এর মাঝে ৩৯০ দিন আপনি আপনার কর্মক্ষেত্র থেকে ৮০% বেতনসহ ছুটি পাবেন। এই সুবিধার আওতায় মাসে আপনি সর্বোচ্চ ৩,১৬০ ইউরো বা ৩,৭৪,৭৭২ টাকা পাবেন। বাকি যে ৯০ দিন থাকে সে ক্ষেত্রে একটা ধরাবাঁধা মান অনুসারে আপনি পাবেন ২০ ইউরো বা ২,৩৭১ টাকা। অঙ্কটা ছোট তবে জীবনধারণের জন্য যথেষ্ট।   

তবে এক্ষেত্রে ছোট্ট একটা 'কিন্তু' আছে, কিন্তু কী? এই যে এত লম্বা ছুটি দেয়া হলো এর একটা নির্দিষ্ট সময় বাচ্চার বাবাকে বাচ্চার মায়ের সাথে শেয়ার করতে হবে।

351663746_199996609674752_6916125861208977221_n

তাই বাচ্চার বাবা ও মা উভয়েই যাতে বাচ্চাকে দেখাশোনা করতে উৎসাহ পান এজন্য সুইডেন সরকার একটি আদেশ দিয়েছেন যে ৪৮০ দিনের মধ্যে ৬০ দিন বা ২ মাস ‘ড্যাডি মান্থস’ বা ‘পার্টনার মান্থস’ হতে হবে। যদি এই ২ মাস বা ৬০ দিন বাচ্চার বাবা ব্যবহার না করেন তবে এ সময়টা প্যারেন্টাল লিভ থেকে কেটে নেয়া হবে। তখন প্যারেন্টাল লিভ হিসেবে অভিভাবকরা পাবেন ৪২০ দিন।

এছাড়াও পাশাপাশি দেশটি চালু করেছে ‘জেন্ডার ইক্যুয়ালিটি বোনাস’বা ‘লিঙ্গ সমতা অধিবৃত্তি’।  বাচ্চার পিতা-মাতা যত বেশিদিন এই প্যারেন্টাল লিভ নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিবেন তাদের অধিবৃত্তি ততই বৃদ্ধি পাবে, এভাবে আপনি সর্বোচ্চ পেতে পারেন ১,৫০০ ইউরো বা  ১,৭৭,৮৯৮ টাকা।

এখন বলবো সুইডিশ ফটোগ্রাফার জোহান বাউম্যানের কথা। প্রথম বাবা হবার সময় বাউম্যান উপলব্ধি করলেন তার দেশ সুইডেন পিতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে সারা বিশ্বের মাঝে সবচেয়ে উদার।

এটা যখন তিনি বুঝতে পারলেন তখন থেকে জোহান পিতৃত্ব এর স্বাদ নতুন করে উপভোগ করতে লাগলেন। পাশাপাশি জোহান যেহেতু একজন ফটোগ্রাফার তাই তিনি অন্যান্য বাবারা কিভাবে সুইডেনের এই চমৎকার নাগরিক সুবিধার পূর্ণ ব্যবহার করছেন সে ব্যাপারে তার একটা রিয়েল লাইফ ডকুমেন্ট তৈরি করলেন ছবি তোলার মাধ্যমে।

352102401_769136918192394_3275726962326653054_n

মূলত সুইডিশ সরকার এর ভাবনা ছিল শিশুর অভিভাবকরা উভয়েই যাতে বাচ্চার বেড়ে উঠার সময়টাতে তাদের সংগ্রাম, ত্যাগ বা শিশুর সাথে আনন্দের মূহূর্ত গুলো নিজেদের মধ্যে আরো বেশি করে ভাগাভাগি করে নিতে পারেন। বাস্তবতা অবশ্য ভিন্ন কথা বলে। অভিভাবকদের মধ্যে প্যারেন্টাল লিভ এর ছুটির পুরোটা নিজেদের মধ্যে সমান ভাবে ভাগ করে নিয়েছেন এমন কাপল সুইডেন আছে মাত্র ১২ শতাংশ।

জোহান বাউম্যানের মতে, ‘নারীরা এখনো বাসায় থেকে বাচ্চার দেখভাল করতে অগ্রগামী ভূমিকা রাখছেন যেখানে পুরুষেরা নিজেদের ক্যারিয়ার নিয়েই ব্যস্ত।’

প্রথম প্রথম জোহানকে অবশ্য এ ধরনের বাবাদের খোঁজ করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে। কিন্তু পরে তিনি কয়েকজন বাবাকে তিনি খুঁজে পেয়েছেন এবং নিজের ফটোগ্রাফি স্কিলের মাধ্যমে তা ফুটিয়ে তুলেছেন সন্তানদের সাথে একান্ত কিছু সময় কাটানোর মুহূর্তে। মজার ব্যাপার হচ্ছে, কোন ধরনের অবাস্তব প্রি-প্ল্যান্ড ফটোশুটের মাধ্যমে তিনি তা করেন নি, বরং তিনি তার ক্যামেরাতে তুলে এনেছেন একদম বাস্তব জীবনের জীবন্ত কিছু দৃশ্য। 

বাউম্যান বলেন, ‘আমি চেষ্টা করেছি তাদেরকে সুপারড্যাড হিসেবে না দেখিয়ে বরং এমন ভাবে তুলে ধরতে যেন তারা সমাজের সবার কাছে আদর্শ পিতা হিসেবে গণ্য হন, যাদের সাথে সবাই নিজেদের পিতৃত্ব এর মিল খুঁজে পান। পিতৃত্বের আনন্দের পাশাপাশি এখানে পিতাদের ক্লান্তিও ফুটে উঠেছে যা অত্যন্ত স্বাভাবিক ব্যাপার। একটা বাচ্চার সাথে সাথে ২৪ ঘণ্টা থাকা বেশ কঠিন, এমনকি অনেক সময় একটা চাকরি করার চেয়েও কঠিন। এই জিনিষটাকে আমরা শত শত বছর ধরে খুব সাধারণ ভাবে দেখে এসেছি। বাচ্চার মায়েদের যে এজন্য কি পরিমাণে নিত্য নতুন ঝামেলা পোহাতে হয় সেটা আমরা কখনো বুঝতেই চেষ্টা করিনি।’

352110375_1306465460270688_4562339580599882063_n

জোহানের নিজেরও তিন বছর বয়সী একটি সন্তান আছে। তার নাম ভিগো।

ছবিগুলোতে তুলতে যেয়ে কিছু মজার ঘটনারও সাক্ষী হয়েছেন জোহান। যেমন, একটি বাচ্চা তার ব্যস্ত বাবার মনোযোগ আকর্ষণ করতে ব্যর্থ হয়ে তার শার্টটা প্রায় ছিঁড়েই ফেলেছিল!

এই ফটোগ্রাফার এখন পর্যন্ত নিজের ক্যামেরার লেন্স দিয়ে তিনি ৩৫টি দুর্দান্ত ছবি তুলেছেন।

তিনি জানান, আরও ৬০ জন বাবার প্যারেন্টহুড বা পিতৃত্বকালীন ছবি তুলতে চান এবং পরবর্তীতে এ বিষয়ে একটি বই লেখার ইচ্ছা আছে,পাশাপাশি একটি প্রদর্শনীও।

শুধু সুইডেন নয়, এ সুবিধাগুলো ছড়িয়ে পড়ুক সারা বিশ্বে। বাচ্চার পূর্ণ দেখভাল করার দায়িত্ব মায়েদের গন্ডি পেরিয়ে ছড়িয়ে যাক বাবাদের মাঝেও। ইয়ার্কির সকল পাঠকদের জন্যে রইলো বিশ্ব বাবা দিবসের শুভেচ্ছা ও ভালবাসা।

২৭৪ পঠিত ... ১৭:৫৭, জুন ১৮, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top