আমার ম্যারাডোনা কিংবা মারাদোনা

৯৩৫ পঠিত ... ১৫:৪১, নভেম্বর ২৬, ২০২০

তাঁর দ্বিতীয় জনক অসম বয়েসী বন্ধু ফিদেল ক্যাস্ট্রোকে নিজের বাম পায়ের ট্যাটুপ্রতিকৃতিটা দেখাচ্ছেন বাম পায়ের খেলোয়াড় মারাদোনা। লেখা বাহুল্য, ট্যাটুপ্রতিকৃতিটা ক্যাস্ট্রোর।

০৭
ফিদেল ক্যাস্ট্রোর অসম বয়েসী প্রিয় বন্ধু হয়ে উঠেছিলেন মারাদোনা।
মাদকের কারণে মারাদোনার জীবনে নেমে এসেছিলো ঘোর অমানিশা।
এক সাক্ষাৎকারে মারাদোনা বলেছিলেন--‘আর্জেন্টিনার হাসপাতালগুলো আমার জন্য দরজা বন্ধ করে দিয়েছিল, ওদের ওখানে আমার মৃত্যু হোক, এই ঝুঁকি ওরা নিতেই চায়নি। সেই সময় ফিদেল ক্যাস্ট্রো কিউবার দরজা খুলে দিয়েছিলেন আমার জন্য।’
কিউবায় ক্যাস্ট্রোর অতিথি হয়ে খুব আদর আর যত্নে ছিলেন মারাদোনা।
মাদকের নীল নেশায় জড়িয়ে নিজেকে প্রায় খুনই করে ফেলেছিলেন মারাদোনা। মারাদোনাকে বাঁচানোর আশা একরকম ছেড়েই দিয়েছিলেন চিকিৎসকেরা। তখন মারাদোনার জীবনে দেবদূত হয়ে এসেছিলেন ফিদেল কাস্ত্রো।
বন্ধু মারাদোনাকে মাদক থেকে সরিয়ে আনতে বিশাল অবদান রেখেছিলেন ক্যাস্ট্রো। মাদকের ভয়াল ছোবলে ভয়াবহ রকম মুটিয়ে যাওয়া মারাদোনাকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে একজন স্পেশাল ফিজিক্যাল ইন্সট্রাকটরকে নিয়োগ করেছিলেন ক্যাস্ট্রো। এবং ইনস্ট্রাকটরের কঠিন শাসন আর ঘাম ঝরানো অমানুষিক অনুশীলনের নির্দেশ পালনের পরিশ্রম শেষে শরীর থেকে বাড়তি মেদ আর মাদকের নেশা তিনি ঝরিয়ে ফেলতে সক্ষম হয়েছিলেন অনেকটাই।
বলতে গেলে মারাদোনার দ্বিতীয় জন্ম হয়েছিলো ক্যাস্ট্রোর কল্যাণে। আর তাই মারাদোনা ক্যাস্ট্রোকে বলতেন তাঁর 'দ্বিতীয় জনক'। মারাদোনা ছিলেন একজন বাম পায়ের খেলোয়াড়। ডান পায়ে গোল করার সুযোগ থাকলেও তিনি ব্যবহার করতেন বাম পা। মারাদোনা তাঁর বিখ্যাত বাম পায়ে ফিদেল ক্যাস্ট্রো আর ডান হাতে চে গুয়েভারার ট্যাটুপ্রতিকৃতি বা উল্কি আঁকিয়েছিলেন।
২০১৬ সালের ২৫ নভেম্বর ক্যাস্ত্রোর মৃত্যুতে শোকার্ত মারাদোনা বলেছিলেন, ‘আমার কাছে ক্যাস্ত্রো ছিলেন বাবার মতো।
অনন্ত যাত্রায় বন্ধু ফিদেল ক্যাস্ট্রোর প্রয়াণ দিবসটাকেই বেছে নিলেন মারাদোনা! কী অদ্ভুত সংযোগ বন্ধুত্বের!

০৮
নিজের জীবনটাকে তিনি যাপন করে গেছেন রাজার মতো। অফুরান জীবন সুধা উপভোগ করে গেছেন প্রাণ ভরে, পান করে গেছেন শেষ তলানীটুকু পর্যন্ত।
সম্প্রতি তাঁর সর্বশেষ ব্রেইন সার্জারিটাও সমাপ্ত হয়েছিলো সাফল্যের সঙ্গেই। হাসপাতাল থেকে হাসিখুশি মারাদোনা ফিরে গিয়েছিলেন কন্যার কাছে। কিন্তু দু'সপ্তাহ না যেতেই পৃথিবীর কোটি কোটি মানুষকে স্তম্ভিত করে, তাদের চোখ অশ্রুসজল করে আচমকা ঘুমিয়ে পড়লেন ফুটবল ঈশ্বর।
বিদায় বন্ধু। বিদায় আমার জীবনের প্রধানপ্রেরণাসঞ্চারী বিস্ময়মানব। পৃথিবী তোমাকে মনে রাখবে। বাংলা ছড়ার এই অতি নগন্য কর্মীটিও তোমাকে মনে রাখবে।
কোটি কোটি মানুষের হৃদয়ের গভীর গোপন কুঠুরিতে তুমি বেঁচে আছো, বেঁচে থাকবে প্রিয় মারাদোনা...

৯৩৫ পঠিত ... ১৫:৪১, নভেম্বর ২৬, ২০২০

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top